img

Follow us on

Tuesday, May 07, 2024

Bomb: গুলি আর বোমার স্তূপে বাংলা?

বোমা, বন্দুকের স্তূপে বাংলা!

  2023-01-04 18:49:43

বোমা (bomb) , গুলি (firing), মৃত্যু। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ছবি। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই যেন অশান্ত হয়ে উঠছে বাংলা। আর এক্ষেত্রে বেশিরভাগ হামলার ঘটনা ঘটছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। দেখুন রাজ্য জুড়ে কী চলছে।

প্রথমেই ভাঙড় (bhangar)। রাতের অন্ধকারে সেখানে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি। প্রায় ১২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ভাঙড়ের বড়ালি গ্রামে এই ঘটনা। গুলি আর বোমার হামলায় খাটের নীচে লুকিয়ে প্রাণে বাঁচেন তৃণমূল নেতা ফজলে করিম। এলাকারই আর এক বাহুবলী তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

শাসক দলের গোষ্ঠী কোন্দলের ঘটনা মেদিনীপুরেও (midnapur sadar)। মেদিনীপুর সদরের পাঁচখুরি অঞ্চলের বীরসিংহ গ্রামে শাসক দলের দুপক্ষের সংঘর্ষে আহত অনেকে। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে। অভিযোগ, বুথ সভাপতি শেখ আখতার আলির অনুগামীদের সঙ্গে বচসা বাঁধে স্থানীয় নজরুল ইসলাম গোষ্ঠীর। লাঠি, বাঁশ নিয়ে চলে খণ্ডযুদ্ধ। এলাকা কার দখলে থাকবে, তা নিয়েই এই সংঘর্ষ বলে জানা গেছে। 

হিংসার তৃতীয়  ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (baruipur)। সেখানে শ্যুট আউটে মৃত এক। আহত আরও এক। জানা গেছে, মেলা দেখে ফেরার সময় রাতে গুলিবিদ্ধ হন সাজ্জাত মণ্ডল ও শারফুদ্দিন লস্কর। বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে সাজ্জাতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী কারণে গুলি চলল, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। 

হিংসার চতুর্থ ঘটনা বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে (Muhammad bazar)। সেখানে আততায়ীর গুলিতে মৃত্যু এক খাদান কর্মীর। আহত এক প্রাইমারি স্কুলের শিক্ষক। রাতে দুজন গল্প করার সময় আচমকাই সাইকেলে করে এসে এক দুষ্কৃতী গুলি চালিয়ে যায় বলে অভিযোগ। আহত শিক্ষক গনা হাঁসদাকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আততায়ীর সাইকেল ও টর্চ উদ্ধার করেছে পুলিশ। দেউচা পাঁচামি কাণ্ডের জেরে এই ঘটনা কিনা খতিয়ে দেখা হচ্ছে। 
 

 

Tags:

Bhangar

bomb

Bomb Recover

bomb recovered at bhangar

bomb recovered

bhangar bomb recovery

crude bombs found in bhangar

bhangar bomb rescue news

bhangar news

bhangar bomb rescue news update

firearms recover from bhangar

bhangor

bhangar firearms recover

crude bombs recovered bengal

bhangar bomb

crude bombs in bhangar

bhangar bomb rescue

bhangar cpim

false claims over bhangar

bomb recovered at kashipur

kashipur police recover bomb

bhangor news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর