img

Follow us on

Tuesday, May 07, 2024

Mukul Roy: "বাবা অসুস্থ, যাবেন না", মুকুলের ইডি-তলব নিয়ে জানালেন ছেলে শুভ্রাংশু

ইডি তলবে কী করবেন মুকুল, জানালেন ছেলে?

img

মুকুল রায় (ফাইল ছবি)

  2024-02-16 20:01:57

মাধ্যম নিউজ ডেস্ক: চিটফান্ড সংস্থা অ্যালকেমিস্ট মামলায় জিজ্ঞাসাবাদ জন্য কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক মুকুল রায়কে (Mukul Roy) ১৯ শে ফেব্রুয়ারি দিল্লিতে ইডি-র পক্ষ থেকে তলব করা হয়েছে। তবে, ইডি-র ডাকে সাড়া দিয়ে তিনি দিল্লি যাচ্ছেন না বলে সাফ জানিয়ে দিলেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। কেন তাঁর বাবা ইডির ডাকে দিল্লি যাচ্ছেন না তা ব্যাখ্যা করেছেন তিনি।

কী বললেন মুকুল (Mukul Roy)-পুত্র?

চিটফান্ড সংস্থা মামলায় মুকুল রায়কে তলব করা হয়েছে দিল্লিতে। শুক্রবার ইডি-র পাঠানোর চিঠি প্রসঙ্গে মুকুল (Mukul Roy) পুত্র শুভ্রাংশু রায় বলেন, ইডির পক্ষ থেকে আমাদের কাছে চিঠি এসেছে। কিন্তু, বাবার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে বাবার পক্ষে দিল্লি যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তবে, আমরা তদন্ত সহযোগিতা করতে সব রকম ভাবেই প্রস্তুত। বাবাকে যদি তারা ফোন করে চান, তাতে কোনও আপত্তি নেই। বাড়িতে ইডি আধিকারিকরা এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। ইডি এই উদ্যোগ নিলে আমরা স্বাগত জানাবো। এছাড়া তারা যদি ভিডিও কলিং করে বাবার সঙ্গে কথা বলতে চান তা তাঁরা করতে পারেন। আমাদের অবস্থান আমরা চিঠি দিয়ে ইডি আধিকারিকদের জানিয়ে দিয়েছি। আমরা ইডি আধিকারিকদের উত্তরের অপেক্ষায় রয়েছি। পরবর্তীকালে তারা যে নির্দেশ দেবে সেইমতো  পরবর্তী পদক্ষেপ আমরা নেব। জানা গিয়েছে,  কাঁচরাপাড়ার বাড়িতেই রয়েছেন মুকুল রায়। এদিন সকালে ইডি-র হাজিরা নিয়ে অবস্থান জানতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাঁর বাড়িতে হাজির হন। মুকুল পুত্র শুভাংশু রায় বেরিয়ে আসেন। ইডি-র ডাকার বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। তবে এই সময়ের মধ্যে একবার দোতলার বারান্দায় এসে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলেন মুকুল রায়। বিশেষ কিছু কথা তিনি বলেননি। শুভ্রাংশু রায় বলেন, বাবার শারীরিক অবস্থা কেমন তা বারান্দাতেই আপনারা দেখতে পেয়েছেন। তাই, এখন ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয়। মুকুল রায়ের পক্ষ থেকে ইডি আধিকারিকদের যে চিঠি পাঠানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ইডি কী উত্তর দেয় সেটার অপেক্ষায় রয়েছেন তৃণমূল বিধায়কের পরিবার।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

tmc

Trinamool Congress

West Bengal

bangla news

ED

Bengali news

Mukul Roy


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর