বল করলেন প্রতি ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে।
অধিনায়কের আশ্বাস! রোহিত শর্মার সঙ্গে উমরান মালিক।
মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বল করে ভারতীয় বোলারদের মধ্যে প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত গতিতে বল করার নজির গড়েছিলেন উমরান। শ্রীলঙ্কার বিরুদ্ধেই প্রথম এক দিনের ম্যাচে সেই নজির ভেঙে দিলেন তিনি। বল করলেন প্রতি ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে। নিজের রেকর্ড নিজেই ভেঙে দুরন্ত গতির এক্সপ্রেস ছোটাচ্ছেন উমরান।
এদিনের খেলায় শ্রীলঙ্কার ইনিংসে ১৪তম ওভারে উমরানের হাত থেকে ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা বেরিয়ে আসে। ব্যাটার ছিলেন পাথুম নিশাঙ্ক। বল ছুঁতে পারেননি তিনি। গোটা ম্যাচ জুড়ে প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে গেলেন উপত্যকার এই পেসার। তার ফলও পেলেন। এদিন ৩টি উইকেট নিয়েছেন উমরান। ম্যাচ শেষে নিজের বোলিং প্রসঙ্গে উমরান বলেন, ‘‘পাটা উইকেট ছিল। আমি রোহিত ভাই, শামি ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। ওরা বলেছিল উইকেট লক্ষ্য করে বল করতে। সেটাই করেছি। আমার কাজ হচ্ছে মাঝের ওভারে বল করতে এসে উইকেট তোলা। নিজের কাজটাই করছি। আশা করছি আগামী দিনে আরও ভাল বল করতে পারব।’’
আরও পড়ুন: শচিনের রেকর্ডে ভাগ বসালেন বিরাট! শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম একদিনের ম্যাচে জয় ভারতের
এর আগে যশপ্রীত বুমরা ১৫৪ কিমি গতিতে বোলিং করেন। মহম্মদ শামিও ১৫৩ কিমিতে এবং নভদীপ সিং ১৫২ কিমিতে বোলিং করেন। সেদিক থেকে উমরান নিজেই ইতিহাস রচনা করলেন। তাঁর এই কৃতিত্ব বাকিদের ছাপিয়ে গেছে। এত গতিতে বোলিং এর আগে কোনও ভারতীয় বোলার করেননি। তাঁর এই বোলিং গতিবেগ হার মানায় বন্দে ভারত হাই স্পিড ট্রেনকেও। হাওড়া ও জলপাইগুড়ি এই ট্রেনের গতিবেগ প্রায় ১৩০ থেকে ১৬০ কিমি প্রতি ঘণ্টায়। উমরানও প্রতিদিন প্রায় এই গতিতেই বল করছেন। উমরানের নজর এখন পড়শি দেশ পাকিস্তানের দিকে। প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে চান উমরান। ক্রিকেটে দ্রুততম বলের রেকর্ড এখনও শোয়েবের দখলে। ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শোয়েবের একটি বলের গতি ছিল ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার। যা এখনও পর্যন্ত দ্রুততম বল হিসাবে চিহ্নিত।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।