বিশ্বকাপে পুরো ফিট হওয়ার আশা! অধিনায়কত্ব ছাড়লেও, খেলা চালিয়ে যাবেন তামিম ইকবাল
তামিম ইকবাল।
মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগেই হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে ফিরে এসেছিলেন তামিম ইকবাল (Tamim Iqbal)। কিন্তু বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন যে, একদিনের ক্রিকেটে আর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন না। তামিম বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেন। তার পরেই সিদ্ধান্ত নেন যে, তিনি একদিনের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছেন।
তামিমের (Tamim Iqbal) সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেছিল বিসিবি (BCB)। ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বেঠক শেষে বিসিবি সভাপতি জানান, তামিম তাঁকে বলে দিয়েছেন যে ওয়ানডেতে আর অধিনায়কত্ব করবেন না। আর জালাল ইউনুস জানিয়েছেন, চোট থেকে সেরে ওঠা নিশ্চিত নয় বলে এশিয়া কাপে (Asia Cup 2023) খেলবেন না তামিম। তামিমের পিঠে চোট রয়েছে। কিছু দিন আগে ইংল্যান্ডে গিয়ে চিকিৎসাও করিয়েছেন। অবসর ভেঙে ফিরে এসে তিনি জানিয়েছিলেন যে, দেড় মাসের জন্য বিরতি নিচ্ছেন। মনে করা হয়েছিল এশিয়া কাপে ফিরতে পারেন তিনি। কিন্তু পিঠের চোটের কারণে এশিয়া কাপে তাঁর খেলায় অনিশ্চয়তা রয়েছে।
আরও পড়ুন: ডুরান্ডের প্রথম ম্যাচেই জয় মোহনবাগানের, বাংলাদেশ আর্মিকে হারাল ৫-০ গোলে
তামিমের (Tamim Iqbal) অবর্তমানে কে বাংলাদেশের একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব করবেন—এই প্রশ্নের জবাবে বিসিবি (BCB) সভাপতি বলেছেন, সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ–অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। বিসিবি সভাপতি জানান, অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন তামিম। বিশ্বকাপে পুরো ফিট তামিমকে পাওয়ার আশা করছে বাংলাদেশ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।