img

Follow us on

Monday, Apr 29, 2024

NEET-UG 2023: প্রকাশিত হল নিট পরীক্ষার ফল! দেখে নিন প্রথম দশে কারা

এবছর থেকে শুধু ইংরেজি নয়, দেশের আঞ্চলিক ভাষাতেও নিট ইউজি পরীক্ষা দিতে পেরেছেন পরীক্ষার্থীরা

img

প্রতীকী ছবি

  2023-06-14 14:38:09

মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনা চলছিল বেশ কয়েক দিন ধরেই। অবশেষে মঙ্গলবার প্রকাশিত হয়েছে ডাক্তারির স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট। ১৩ জুন চলতি বছরের স্নাতক স্তরের নিট (NEET-UG 2023) পরীক্ষার ফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।  প্রসঙ্গত, গত ২০২৩ সালের ৭ মে ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষা সম্পন্ন হয়। এই রেজাল্টের ভিত্তিতে ছাত্রছাত্রীরা এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস, বিএইচএমএস এবং অন্যান্য মেডিক্যাল কোর্সে ভর্তি হতে পারবে। প্রসঙ্গত, এবছর থেকে শুধু ইংরেজি নয়, দেশের আঞ্চলিক ভাষাতেও নিট ইউজি পরীক্ষা দিতে পেরেছেন পরীক্ষার্থীরা। 

এক নজরে দেখা যাক, নিট ইউজির (NEET-UG 2023) প্রথম দশের তালিকায় কারা

প্রভরঞ্জন জে, বোরাবরুণ চক্রবর্তী (৭২০)

কৌস্তভ বাউরি (৭১৬)

প্রাঞ্জল আগরওয়াল (৭১৫)

ধ্রুব আদভানি (৭১৫)

সূর্য সিদ্ধার্থ এন (৭১৫)

শ্রীনিকেত রবি (৭১৫)

স্বয়ম শক্তি ত্রিপাঠী (৭১৫)

ভারুন এস (৭১৫)

পার্থ খান্দেলওয়াল (৭১৫)

আরও পড়ুন: আরএসএস পরিচালিত স্কুলে পড়ে আজ ইউপিএসসি-তে সফল এক ডজনেরও বেশি ছাত্র-ছাত্রী

রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী চলতি বছরে নিট পরীক্ষা দেয়

এবছর নিট ইউজি (NEET-UG 2023) পরীক্ষায় ছাত্রীর সংখ্যা ছিল ছাত্রদের থেকে বেশি। চলতি বছরে মোট ২১ লাখ নিট পরীক্ষা দিয়েছিলেন। তথ্য অনুসারে, ১১.৮ লাখ মহিলা পরীক্ষার্থী এবার নিট ইউজি পরীক্ষায় আবেদন করেছিলেন। অন্যদিকে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৯.০২ লাখ। অর্থাৎ এবছর পুরুষদের তুলনায় ২.৮ লাখ বেশি মহিলা পরীক্ষার্থী নিট ইউজিতে আবেদন জানিয়েছেন।
 

কীভাবে দেখবেন (NEET-UG 2023) রেজাল্ট?

১. প্রথমেই যেতে হবে https://neet.nta.nic.in/ এই লিঙ্কে।

২. এরপর হোম পেজে ফলাফলের লিঙ্কে ক্লিক করে ফেলুন। 

৩. একটি নতুন লগ ইন পেজ খুলে যাবে।

৪. নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম তারিখ দিতে হবে।

৫. এরপর দেখে নিন ফলাফল, ডাউনলোড করুন ফলাফল।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

NEET UG


আরও খবর


খবরের মুভি