img

Follow us on

Wednesday, May 08, 2024

SSC Scam: নিয়োগ দুর্নীতিতে এবার কি CBI জেরার মুখে অভিষেক?

WhatsApp_Image_2023-05-09_at_2127.16

  2023-05-09 23:13:35

"অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়?"
"তিনি জড়িত কিনা তা দেখার বিষয় তদন্তকারী সংস্থার ওপর ছেড়ে দিন।"
"আপনার কিছু আশঙ্কা আছে? সহযোগিতা করতে সমস্যা কোথায়?"

বিচারক অমৃতা সিনহার জিজ্ঞাসা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির যে মামলা সুপ্রিমকোর্টের নির্দেশে বিচারক অভিজিৎ গাঙ্গুলীর হাত এজলাস থেকে সরানো হয়েছিল সেই মামলার শুনানিতেই মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নেই। নেই কলকাতা হাইকোর্টের কোন নিষেধাজ্ঞা। এবার নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জেরা করতে অসুবিধা নেই সিবিআই-এর। তাহলে নিয়োগ দুর্নীতি মামলায়, এবার কি সিবিয়াই-এর জেরার মুখোমুখি হবেন তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়? 

৩০ মার্চ, ২০২৩,নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেকের নাম প্রথমবার সামনে আনেন, তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সম্পাদক কুন্তল ঘোষ। 

ঠিক তাঁর আগের দিন, ২৯ মার্চ, ২০২৩, শহিদ মিনার ময়দানে, যুব তৃণমূলের সভা থেকে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, সারদা নারদা থেকে সব কেসেই নাকি তাঁর নাম বলানো চেষ্টা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি সাক্ষ্যিও মানেন, মঞ্চে বসে থাকা মদন মিত্র কুণাল ঘোষদের।
  
তবে কুন্তল অভিষেকের নাম উল্লেখ করেই থেমে থাকেননি। বরং কলকাতা হাইকোর্টে লিখিত ভাবে চিঠি লিখে অভিষেকের নাম রেজিস্টার্ডও করেন। তখন প্রশ্ন উঠেছিল, দলীয় সুরক্ষার জন্যই কি ব্যবসায়ী কুন্তলের এই চাল?

যদিও এর আগে দফায় দফায় গরু পাচার কয়লা পাচার কেসে জেরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকলেই সুপ্রিম কোর্টের রক্ষাকবচের জন্য আবেদন জানিয়েছেন। সুপ্রিমকোর্টের রক্ষা কবচ মিলেওছে। এমনকি শেষবার দিল্লিতে জেরার পর কড়া বার্তা দেওয়ারও চেষ্টা করেন। কিন্তু সন্দেহ কাটেনি।

সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠতেই বিচারপতি বলেন

"কেউই তদন্তের উর্দ্ধে নন, আপনি তদন্তে সহযোগিতা করুন তাতে অসুবিধার কি আছে?"
অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জানান, 
"মামলাটি শুনানি যে হবে তা জানা ছিল না। আর তাছাড়া মামলায় আমার মক্কেলকে পার্টি করা হয়নি। শুধুমাত্র পর্যবেক্ষণে তাঁর নাম আছে। পর্যবেক্ষণের ভিত্তিতে কি জেরা করা যায়?"
তখনই বিচারপতির পাল্টা প্রশ্নঃ
"কেন জানেন না? মামলায় পক্ষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন নাকি? আপনার কোন আশঙ্কা আছে? তদন্তে সমস্যা কোথায়?"

বাংলার মানুষেরও এই একটাই প্রশ্নঃ অপরাধী যদি না হবেন, তাহলে তদন্তে ভয় কেন?  

Tags:

cbi

Mamata Banerjee

Madhyom

bangla news

Bengali news

Abhishek Banerjee

Recruitment

cbi interrogation

ssc scam

interrogation

scam

TET SCAM

ssc scam news

ssc scam case

bengal ssc scam news

Recruitment scam

west bengal ssc scam

ssc scam case bengal

ssc scam update

ssc scam in bengal

abhishek banerjee news

abhishek banerjee latest news

recruitment scam news

bengal ssc scam case

SSC TET Scam

recruitment scam update

abhishek banerjee news update


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর