img

Follow us on

Wednesday, May 08, 2024

RECRUITMENT SCAM: নিউটাউনে কুন্তল বলাগড়ে শান্তনু, ফের শাসকের ঘরে ইডি 

নিউটাউনে কুন্তল বলাগড়ে শান্তনু, ফের শাসকের ঘরে ইডি 

  2023-01-20 20:15:03


আবারও কি দিনের শেষে টাকার বৃষ্টি? ক্যাশের পাহাড়? লুকানো অর্থের খাজানা আবিষ্কার হতে চলেছে?

ঘিরে ফেলা হয়েছে নিউ টাউনের অভিজাত আবাসন। নাম উজ্জ্বল। সিটি সেন্টার সংলগ্ন এই অভিজাত আবাসনে এক-একটি ফ্ল্যাটের দামই কোটি টাকার কাছাকাছি। ইডি-র ১২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী।

এই উজ্জ্বল আবাসনেই দু'দুটি ফ্ল্যাট রয়েছে কুন্তল ঘোষের নামে। ৯০৯ এবং ৯০৩। কুন্তল ঘোষ,যুব তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক। যার নামে চাকরি দেওয়ার নাম করে ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে শিক্ষকদের চাকরি বিক্রি করে সাড়ে ১৯ কোটি টাকার বেশি কামিয়েছে বলে অভিযোগ। অভিযোগ জানিয়েছে আরেক অভিযুক্ত ও শিক্ষা ব্যবসায়ী তপন মণ্ডল। সিবিআইয়ের জেরায় এই কথা জানিয়েছেন তাপস মণ্ডল। যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর তাঁর দোসর তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ। তাঁর দেওয়া নথিতেই প্রকাশ কুন্তলের কেচ্ছা। এরপরই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয় কুন্তলকে। 
  
সূত্রের খবর এই কুন্তল ঘোষ, বর্তমান তৃণমূল যুবর সভাপতি সায়নী ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। আর মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কমিটির নেতা। একদা তৃণমূলের মন্ত্রী, সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর উপেন বিশ্বাসও তাঁর পোস্টে হুগলির বলাগরের কুন্তলের নাম বলেছিলেন। ২০২১ সালের এপ্রিলে তৃণমূল ছাড়েন উপেন বিশ্বাস। বিরোধীদের অভিযোগ, দুর্নীতির করার জন্য হয়তো কুন্তলের প্রোমোশন হয়েছে দলের যুব সংগঠনের সাধারণ সম্পাদক পদে।
     
নিজাম প্যালেসে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়, কুন্তল ঘোষকে। তারপর অবশ্য তাপল কুন্তল দুই শিক্ষা ব্যবসায়ীকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়। তারপরই আজ হানা উজ্জ্বলে। সিজিও কমপ্লেক্সের দপ্তর থেকে ইডি ১২ সদস্যের দল ঘিরে ফেলে নিউটাউনের এই অভিজাত আবাসন কমপ্লেক্স। যার ন'তলায় দুটি ফ্লাটের মালিক এই কুন্তল ঘোষ। সিবিয়াই-ইডি মূলত জানতে চাইছে ঠিক কি ভাবে এক একজন চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা তোলা হয়েছিল। মেশিনারিটা কি? কত টাকা তোলা হয়েছিল সর্বমোট। সিবি আইয়ের একটা সূত্র জানাচ্ছে, চাকরি দেওয়ার নাম করে প্রায় ১০০কটির বেশি টাকা তুলেছিল এই কুন্তল ঘোষ। যার একটা বড় অংশের ভাগ গিয়েছে নেতাদের কাছে। নিজের নামে ছিল একাধিক সংস্থা। শুধু হুগলিতে নয় শিক্ষকতার চাকরি বিক্রির কুন্তলের জাল ছড়ানো ছিল পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদেও। তাঁর নামেই আছে একাধিক ডিএলএড ও ফার্মাসিউটিক্যাল বেসরকারি কলেজ।  

শুক্রবার সকালে হুগলির বলাগরে তৃনমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জীর বাড়িতে হানা দেয় ইডি। এদিন সকালে দশটা নাগাদ চারটে গাড়িতে ১২ জন ইডি আধিকারিক আসেন শান্তনু ব্যানার্জীর বাড়িতে। শান্তনুর বাড়ি বলাগরের বারুইপাড়া গ্রামে। এই মুহূর্তে তিনি বাড়িতেই রয়েছেন। বাড়ির চারদিকে সিআরপিএফ জওয়ান ঘিরে রয়েছে। কুন্তল ঘোষের সঙ্গে বলাগড়ের আরেক তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জীর নাম নিয়েছিলেন তাপস মণ্ডল। সেই সূত্র ধরেই আজ সকালে নটা চল্লিশ মিনিট নাগাদ শান্তনু ব্যানার্জীর বাড়িতে তদন্তে আসে ইডি । জানা গিয়েছে, শান্তনু ব্যানার্জি যে কালো রঙের গাড়িটি ব্যবহার করেন সেটি বাড়ির পাশেই আম বাগানে রাখা রয়েছে।

বাংলার মানুষ জানতে চাইছে আসলে এমন কত কুন্তল ছড়িয়ে আছে রাজ্য জুড়ে? যাদের হাতিয়ার করে, পরীক্ষা সফল মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা করে শিক্ষতার চাকরি বেচা হয়েছিল অযোগ্য ও তৃণমূলের দুষ্কৃতীদের। 

 

Tags:

 

SSC recruitment scam

tmc

Teacher Recruitment scam

Hooghly

Recruitment scam

west bengal ssc scam

teacher recruitment scam in west bengal

Bengal Recruitment scam

recruitment scam in west bengal

school recruitment scam

recruitment scam news

recruitment scam update

ED  RAID

NEW TOWN

TCM KUNTAL GHOSH FLAT

BALAGARH

tmc leader ed raid


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর