img

Follow us on

Monday, May 06, 2024

Mamata Banerjee: "করোনা আসছে বলে কি উৎসব হবে না?" মুখ্যমন্ত্রী

  2022-12-23 23:06:40

কোভিড আসছে বলে কি উৎসব হবে না? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
 
গতকালই কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক থেকে সতর্ক করা হয়েছিল রাজ্যগুলোকে। ফের থাবা চওড়া করছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। সামনে বর্ষবরণের উৎসব। ডিসেম্বরের শেষ সপ্তাহ কাটবে বড়দিন আর বর্ষবরণের উৎসবে। জানুয়ারির মাঝামাঝি গঙ্গাসাগর। প্রচুর জনসমাগম। নতুন কোভিড ভ্যারিয়েন্ট ছড়ালে বিপদ বাড়বে। কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার এটাই জিজ্ঞাসা ছিল সাংবাদিকদের। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন কোভিড সংক্রমণের কথা তিনি শুনেছেন। তাই বলে কি উৎসব হবে না?
 
২০১৯এর ডিসেম্বর ২০২০জানুয়ারিতেও একই রকম দায়হীন মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারী থেকে হু হু গতিতে বেড়েছিল করোনা সংক্রমণ। হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে ঠাঁই নাই দশা। প্রতিদিন কোভিড তথ্য লুকিয়ে ফেলা হচ্ছিল কো-মর্বিডিটি নতুন শব্দবন্ধ দিয়ে। আবারও সেই একই খেলা। সামনে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে কোভিডের সংক্রমণ বাড়লে পঞ্চায়েত নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। সেতাই কি চাইছে রাজ্য সরকার? 
 
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আসলে সেটাই চাইছে। এড়াতে চাইছে পঞ্চায়েত নির্বাচনে। কারণ তৃণমূলের সব স্তরের নেতারাই আকণ্ঠ ডুবে দুর্নীতিতে। এখন নির্বাচন হলে, তৃণমূলের হার নিশ্চিত। সেই কারণেই কি কোভিড ঢাল ব্যবহার করে নির্বাচন এড়াতে চাইছেন তৃণমূল সুপ্রিমো? তাহলে দুটো সুবিধা। এক) জনমতের পরীক্ষা নিতে হল না সরকারকে। আর দুই) ফের পঞ্চায়েতের মাথায় অফিসার আর কমিটি বসিয়ে অবাধ লুঠ চালাতে সুবিধা হবে তৃণমূল নেতাদের।
 
যদিও গতকালই কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে,করোনা নিয়ে তৎপরতা শুরু হল নবান্নের অন্দরেও। বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। সেই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিক-সহ প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরা। বৈঠকে করোনা প্রতিরোধে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। কিছু দিনের মধ্যে, মাস্ক মাস্ট করার নির্দেশও ঘোষণা করতে পারে রাজ্য সরকার। 
বৃহস্পতিবার সংসদে দেশের করোনা পরিস্থিতি এবং করোনা মোকাবিলায় কেন্দ্রের প্রস্তুতি সম্পর্কে বিবৃতিও দেন তিনি। দেশের করোনা পরিস্থিতির হাল হকিকত জানতে বৃহস্পতিবার বিকেলেই বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সংসদের অধিবেশনেও তাঁকে মাস্ক পরেই যেতে দেখা গিয়েছে।

Tags:

Mamata Banerjee

Madhyom

India

CM Mamata Banerjee

Corona

bangla news

Bengali news

Covid in India

corona cases in india

mamata banerjee latest news

mamata banerjee speech

mamata banerjee news

mamata banerjee news today

mamata banerjee today

corona news

Coronavirus in India

mamata banerjee corona speech

mamata banerjee covid speech today

mamata banerjee gangasagar

mamata banerjee chrismas

mamata banerjee on corona

mamata banerjee festival

mamata banerjee india today

cm mamata on festival during covid

coronavirus cases in india

covid cases in india

corona in india

corona virus in india

india corona

corona news variant in india

corona virus update in india

corona update

pm modi on corona


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর