img

Follow us on

Saturday, May 04, 2024

Sand Smuggling: জনতার মার! থমকে বালি পাচার

জনতার মার! থমকে বালি পাচার

  2023-06-08 20:48:56


পঞ্চায়েত নির্বাচনের আগে জনতা কি জেগে উঠছে? বাঁকুড়ার সিমলাপালে এলাকার মানুষ একজোট হয়ে যেভাবে বালি পাচার (sand smuggling) আটকেছে, তাতে এই প্রশ্নই উঁকি দিচ্ছে। বাঁকুড়ার তালডাংরা ও সিমলাপাল ব্লকের মাঝখান দিয়ে বয়ে গেছে জয়পণ্ডা নদী। এই নদীতে ধাদকিডাঙ্গা এলাকায় কোনো বৈধ বালি খাদান নেই। কিন্তু সেই নদীর বুক থেকেই অবৈধ ভাবে বালি তুলে পাচার হচ্ছিল। এভাবে বালি তোলা রুখতে এককাট্টা হয় এলাকার মানুষ। তারা বালি বোঝাই ট্রাক্টরটিকে আটক করে বিক্ষোভে ফেটে পড়ে। পরে সিমলাপাল থানার পুলিশ এসে চালক সহ ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবী নিজের দলীয় পদের প্রভাব খাটিয়েই সম্পূর্ণ অবৈধ ভাবে এই বালি পাচার করা হচ্ছিল। দেখুন সেই ছবি। 

Tags:

Bankura

sand smuggling

smuggling at bangkura

illegal sand smuggling


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর