img

Follow us on

Sunday, Apr 28, 2024

DART Mission: পৃথিবীকে বাঁচাতে গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ নাসার মহাকাশযানের! দেখতে পাবেন লাইভ

জেনে নিন কবে, কোথায় এই দৃশ্য দেখতে পাবেন...

img

প্রতীকী ছবি

  2022-08-31 16:36:49

মাধ্যম নিউজ ডেস্ক: পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু কখনও কখনও পৃথিবীর জন্য সমস্যা তৈরি করতে পারে যার ফলে নাসা (NASA) থেকে এক উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রহাণু থেকে পৃথিবীকে বাঁচাতে নাসা তৈরি করেছে ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট বা ডার্ট মিশনের। স্পেস ক্রাফটের মাধ্যমে এই প্রথমবার একটি গ্রহাণুর সঙ্গে ইচ্ছাকৃত সংঘর্ষ করতে চলেছে নাসা (NASA)। শুধু তাই নয়, ডার্ট মিশনের মহাকাশযানকে গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ করার এই বিরল দৃশ্য লাইফ স্ট্রিম করা হবে। আগামী মাসের ২৬ তারিখে এই মিশনের অংশ হিসেবে  গ্রহাণুতে আঘাত করা হবে।

এমন বিরল ঘটনা হয়তো আগে কখনও ঘটেনি। তবে ১৯৯৮ সালে হলিউডে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘আর্মা গেডন’(Arma Geddon), সেই ছবিতে এমন ঘটনা দেখানো হয়েছিল। সেখানেও গ্রহাণুর সঙ্গে মহাকাশযানের সংঘর্ষ ঘটানো হয়েছিল।

আরও পড়ুন: 'নাসা'-র তৈরি রকেটে যান্ত্রিক গোলযোগ! শেষ মুহূর্তে স্থগিত আর্টেমিস ১ উৎক্ষেপণ

কী এই ডার্ট মিশন?

পৃথিবীর দিকে যদি কোনওদিন কোনও গ্রহাণু ধেয়ে আসে, তবে তার গতিপথ বদলে দেওয়াই এই মিশনের মূল উদ্দেশ্য। DART মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ এয়ার ফোর্স বেস থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে উৎক্ষেপণ করা হয়েছে। গ্রহাণুকে দূরে রাখতে বা তার দিক পরিবর্তন করতে নাসা গত বছর ডার্ট মিশন চালু করেছে।

১৬০ মিটার আকৃতি বিশিষ্ট ‘ডিমরফস’ নামক একটি গ্রহাণুর সঙ্গেই এই বিস্ফোরণ ঘটানো হবে। ‘ডিমরফস’ হল একটি ছোট 'মুনলেট' যা ‘ডিডিমোস’ (Didymos) নামে একটি বড় গ্রহাণুকে প্রদক্ষিণ করে। এটি প্রায় ৭৮০ মিটার জুড়ে রয়েছে।

কখন কীভাবে এই দৃশ্য দেখবেন?

এই ঘটনার লাইভ দেখানো হবে নাসা টিভি নামক চ্যানেলে। ভারতীয় সময় অনুসারে ২৭ সেপ্টেবর মধ্যরাত ৩টা ৩০ মিনিটে দেখানো হবে। এর পাশাপাশি একই সময়ে নাসার ফেসবুক, ট্যুইটার, ইউটিউবে দেখানো হবে। নাসা অনুসারে, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যে ৭টা ১৪ মিনিটে অর্থাৎ ভারতীয় সময়ে ভোর ৪ টা ৪৫ মিনিটে ডার্টের স্পেসক্রাফট ডিমরফস গ্রহাণুর সম্মুখীন হবে ও সংঘর্ষ ঘটাবে। প্রায় ২৪ হাজার কিলোমিটার বেগে এটি গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ করবে।

Tags:

NASA

Earth

DART

Double Asteroid Redirection Test

Asteroid Blast


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর