Aditya L1 Mission: সম্পন্ন উৎক্ষেপণের মহড়া, শনিবার সূর্য-সফরের জন্য প্রস্তুত ‘আদিত্য-এল১’

চাঁদের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নজরে সূর্য। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো সোমবার ২৮ অগাস্ট জানিয়েছে তাদের সূর্য অভিযান বা সোলার মিশন শুরু হতে চলেছে আগামী ২ সেপ্টেম্বর।

শ্রীহরিকোটার স্পেস বন্দর থেকে শনিবারই লঞ্চ করা হবে আদিত্য এল১ স্যাটেলাইট। সূর্য সম্পর্ক নানা তথ্য হাতে পেতেই এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে। আদিত্য-এল১ উৎক্ষেপণ হবে ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে।

অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত আদিত্য এল১ স্যাটেলাইট এবং তার বাহন পিএসএলভি রকেট। সফল ভাবে উৎক্ষেপণের মহড়া শেষ হয়েছে। এদিকে সব যন্ত্রাংশ সঠিক ভাবে কাজ করছে কি না, সেই পরীক্ষাও সফল ভাবে সম্পন্ন হয়েছে।

এই প্রথমবার সোলার রিসার্চ অর্থাৎ সূর্যের পর্যবেক্ষণের জন্য স্পেস অবজারেভেটরি পাঠাচ্ছে ভারত। আদিত্য-এল১ মহাকাশযানটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করোনার প্রত্যন্ত অংশও নিঁখুত ভাবে পর্যবেক্ষণ করতে পারে। পাশাপাশি সোলার অ্যাটমোস্ফিয়ার অর্থাৎ সূর্যের আবহাওয়া-পরিবেশ সম্পর্কে ভালোভাবে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল১।

বেঙ্গালুরুর ইউআর রাও স্য়াটেলাইট সেন্টারে তৈরি হয়েছে এই স্যাটেলাইট। মহাকাশে ঘুরে ঘুরে সূর্য সম্পর্ক নানা তথ্য ইসরোর বিজ্ঞানীদের পাঠাবে আদিত্য এল১। উল্লেখ্য, সূর্যের তথ্য পেতে এই প্রথম কোনও কৃত্তিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো। এই মিশন সফল হসে ইসরোর মুকুটে জুড়বে আরও একটি পালক।

ইসরো নির্মিত এই মহাকাশযানে পেলোডের সংখ্য়া সাত। এইগুলির সাহায্যে ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার ও সূর্যের একেবারে বাইরের লেয়ার বা আস্তরণগুলি পর্যবক্ষেণ করবে আদিত্য-এল১। একেই করোনা বলা হয়। বিভিন্ন ধরনের ওয়েভ ব্যান্ডে সজ্জিত করোনার এই আচ্ছাদন।
