NASA: এ যেন ঠিক শিল্পীর আঁকা! মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি শেয়ার করলেন নাসার মহাকাশচারীরা

মহাকাশ থেকে পৃথিবীকে বরাবরই অপূর্ব সুন্দর লাগে। আবারও এই অভিজ্ঞতার মুখোমুখি খুব কম মানুষই হতে পারেন। এবার তবে তেমন কিছুই ছবি সামনে আনল আমেরিকার মহাকাশ সংস্থা নাসা। দেখা যাচ্ছে, ভিন্ন রূপে ধরা দিয়েছে পৃথিবী। দীর্ঘ বছর ধরে নাসার তরফে মহাকাশ থেকে পৃথিবীর চোখ ধাঁধানো ছবি তোলা হয়েছে। মহাকাশচারী, ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার ও হাবেল স্পেস টেলিস্কোপ অগণিত ছবি তুলেছে। সেগুলোই আপনাদের জন্য তুলে ধরা হল।

আমেরিকার এই অসাধারণ ছবিটি নাসা থেকে তোলা হয়েছে।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডার আলেক্সজান্ডার জার্স্ট পৃথিবীর এই সুন্দর ছবিটি তুলেছেন।

লুইসিয়ানা, মিসিসিপি, আলবামার ওপর দিয়ে ইডা নামক ঝড় বয়ে যাওয়ার সময় এই ছবিটি মহাকাশ থেকে তোলা হয়েছে।

এই ছবিটি গ্রিনল্যান্ডের ছোট দ্বীপ ইন্নারসুট-এর। নাসার তোলা এই ছবিতে ইন্নারসুটে ১১টনের বরফের স্তূপ দেখা যাচ্ছে।

এই অপূর্ব সুন্দর ছবিটি ডিনিপ্রো নদীর যা বরফে ঢেকে রয়েছে। এ যেন কেনও শিল্পীর আঁকা ছবি!

এই ছবিটি মাদাগাস্কারের। এই ছবির মাধ্যমে দেখা যাচ্ছে, যে গাছ কেটে দেওয়ার ফলে কী পরিস্থিতি হয়েছে।

এই ছবিটি রাইকোক আগ্নেয়গিরির যা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সদস্যরা তুলেছেন।

নিউজিল্যান্ডের এগমন্ট ন্যাশনাল পার্কের ছবিটি নাসা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তুলেছে।
