Solar Eclipse: হয়ে গেল বছরের প্রথম সূর্যগ্রহণ , ভারত তখন ঘুমিয়ে
শনিবার রাতে ভারতের মানুষ যখন গভীর ঘুমে তখনই হয়ে গেল বছরের প্রথম সূর্যগ্রহণ। দক্ষিণ আমেরিকার দক্ষিণতম প্রান্ত থেকে দেখা গিয়েছে এই মহাজাগতিক দৃশ্য। অপেক্ষাকৃত জনবিরল এলাকায় এই গ্রহণ হওয়ায় তেমন শোরগোল হয়নি বটে তবে কৌতুহল মেটাতে হাজির হয়েছিলেন গ্রহণ অনুসন্ধিৎসুরা।
গ্রহণের সময় আতলান্তিক মহাসাগরের ওপর অস্তমিত সূর্যের এই ছবি ছিল অনবদ্য।
ভারতীয় সময় অনুসারে রবিবার রাত ১২.১৫ মিনিটে শুরু হয় গ্রহণ। শেষ হয় রাত ৪.০৮ মিনিটে।
অস্তমিত সূর্যে গ্রহণ হওয়ায় গ্রহণের একাংশ দেখা গিয়েছে খালি চোখেই।
গ্রহণ দেখা গিয়েছে ল্যাতিন আমেরিকার একাধিক বড় শহর থেকে। গ্রহণ দেখতে চিলের রাজধানী সান্তিয়াগোয় ভিড় করেছিলেন অনেকে। আর্জেন্তিনা প্যারাগুয়ের মতো দেশের থেকে দেখা গিয়েছে এই আংশিক গ্রহণ
এবছর পরের গ্রহণটি হবে কালী পুজোর দিন। সূর্য অস্ত যাওয়ার সময় প্রায় গোটা ভারত থেকে দেখা যাবে সেই গ্রহণ।
Tags: