DART Mission: আজই গ্রহাণুতে ধাক্কা নাসার ডার্ট মিশনের! সরাসরি সেই ভিডিও কখন, কোথায় দেখবেন?
গ্রহাণু থেকে পৃথিবীকে বাঁচাতে নাসা তৈরি করেছে ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট বা ডার্ট মিশন। স্পেস ক্রাফটের মাধ্যমে এই প্রথমবার একটি গ্রহাণুর সঙ্গে ইচ্ছাকৃত সংঘর্ষ করতে চলেছে নাসা (NASA)। বহু প্রতীক্ষিত এই ঐতিহাসিক মিশনটি আজই ঘটতে চলেছে। এর উদ্দেশ্য গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের মাধ্যমে মহাকাশযানের গতিপথ পরিবর্তন করা। এই ডার্ট মিশনের মহাকাশযানকে গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ করার এই বিরল দৃশ্য লাইফ স্ট্রিম করা হবে।
‘ডিমরফস’ নামক একটি গ্রহাণুর সঙ্গেই এই বিস্ফোরণ ঘটানো হবে। ‘ডিমরফস’ হল একটি ছোট 'মুনলেট' যা ‘ডিডিমস’ (Didymos) নামে একটি বড় গ্রহাণুকে প্রদক্ষিণ করে।
আজ নাসার ডার্ট মিশনের স্পেস ক্রাফট চাঁদের মতো পাথর ডিমরফসকে আক্রমণ করবে। নাসা অনুসারে, স্থানীয় সময় অনুসারে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যে ৭টা ১৪ মিনিটে সংঘর্ষ ঘটবে। আর ভারতীয় সময় অনুসারে ২৭ সেপ্টেবর মধ্যরাত ৩টা ৩০ মিনিটে এটির লাইভ স্টিম করা হবে।
এই ঘটনার লাইভ দেখানো হবে নাসা টিভি নামক চ্যানেলে। এর পাশাপাশি একই সময়ে নাসার ফেসবুক, ট্যুইটার, ইউটিউবে দেখানো হবে।
প্রায় ২৪ হাজার কিলোমিটার বেগে এটি ১৬০ মিটার আকৃতি বিশিষ্ট ‘ডিমরফস’ গ্রহাণুটির সঙ্গে সংঘর্ষ করানো হবে।
Tags: