International Space Station: রাশিয়ার উদ্যোগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উৎক্ষেপণ করা হল তিন মহাকাশচারী সহ একটি রকেট

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফের রাশিয়ার তিনজন মহাকাশচারীদের পাঠানো হল। ২১ সেপ্টেম্বর এই তিনি রাশিয়ান মহাকাশচারী একটি রকেটে করে স্পেস স্টেশনে পাড়ি দিল। ১৯৯৮ সালে পৃথিবীর কক্ষপথে এটি স্থাপন করা হয়েছিল। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে আইএসএস পরিচালিত হয়ে আসছে।

রাশিয়ার এই উৎক্ষেপণের পর আন্তর্জাতিক মহাকাশ সংস্থা তিন মহাকাশচারীদের স্বাগত জানায়। তাঁরা আগামী ৬ মাসের জন্য সেখানেই থাকবেন।

সয়ুজ ক্যাপসুল রকেটে করে তাঁরা স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছিল। সেদিন এই রকেটটি কাজাখিস্তান থেকে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে। উৎক্ষেপণের মাত্র ৩ ঘণ্টা পরেই তাঁরা তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে।

যে মহাকাশচারীরা স্পেস স্টেশনে পৌঁছেছেন, তাঁরা হলেন আমেরিকার ফ্রাঙ্ক রুবিও, রাশিয়ার সের্গেই প্রোকোপিয়েভ এবং দিমিত্রি পেটলিন। রুবিও, একজন ডাক্তার এবং মিয়ামির প্রাক্তন আর্মি প্যারাসুটিস্ট। তিনি দুই দেশের মধ্যে একটি চুক্তির ভিত্তিতে সেখানে গিয়েছেন।

আবার আগামী দুই সপ্তাহের মধ্যেই রাশিয়ার আরও এক মহাকাশচারী অ্যানা কিকিনা ফ্লোরিডা থেকে স্পেসএক্স রকেেটে করে মহাকাশ স্টেশনে পাড়ি দেবেন। মহাকাশে যাতে রাশিয়া ও আমেরিকার উপস্থিতি অবিচ্ছিন্ন থাকে তাই মহাকাশে প্রায়ই মহাকাশচারী পাঠানো হচ্ছে।

৩ অক্টোবরের মধ্যে স্পেসএক্স লঞ্চ করা হবে ও লঞ্চ করার সময়ে এতে রাশিয়ান মহাকাশচারী অ্যানা কিকিনার সঙ্গে একজন জাপানি এবং দুই আমেরিকান মহাকাশচারীও থাকবেন। যাঁরা স্পেস স্টেশনে মার্চ মাস থেকে রয়েছেন তাঁদরে পরিবর্তে পরে এনারা থাকবেন আগামী ৬ মাসের জন্য। ফলে স্পেস স্টেশনে থাকবে মোট ৭ জন মহাকাশচারী।
