Strawberry Supermoon 2022: একনজরে দেখে নিন স্ট্রবেরি মুনের বিভিন্ন দৃশ্য

গতকাল সন্ধ্যায় আকাশে দেখা যায় ‘স্ট্রবেরি মুন’। চাঁদের এক অন্য রূপ দেখার সাক্ষী হয়ে থাকল গোটা বিশ্বব্যাপী মানুষ। গতকাল চাঁদ সাধারণ পূর্ণিমার তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি উজ্জ্বল এবং বড় দেখতে লাগে। কারণ চাঁদ এদিন পৃথিবীর ২২২,২৩৮ মাইলের মধ্যে এসেছিল অর্থাৎ সাধারণ দূরত্বের চেয়ে প্রায় ১৬ হাজার মাইল কাছে ছিল। একঝলকে দেখে নিন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ কে কেমন দেখতে লাগছিল।

ফিলাডেলফিয়া থেকে চাঁদের এই অপরূপ দৃশ্য দেখা যায়।

মিসিসিপির ওকাতিবী লেক থেকে এই দৃশ্য দেখা যায়।

এই দৃশ্যটি গ্রীসের কেপ সোনিয়নের।

এই ছবিটি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো থেকে তোলা হয়েছে।

এই দৃশ্যটি সিপরাস থেকে দেখা যায়।

এই ছবিটি রাশিয়ার মস্কো থেকে তোলা।
