Deep Sea Creatures: গভীর সমুদ্রের এই প্রাণীগুলির কথা শুনেছেন?

সমুদ্র মানেই রহস্য। গভীর সমুদ্রের কালো অন্ধকারে কোন কোন প্রাণীদের বাস তার কুল কিনারা আজও করতে পারেননি বিজ্ঞানীরা। সমুদ্রের গভীরে এমন অনেক প্রাণী আছে যাদের নামও কখনও কানে শোনেননি। দেখতে খানিকটা অদ্ভুত হলেও এদের জীবনীশক্তি অনেক। এত কম তাপমাত্রাতেও দিব্য বেঁচে থাকতে পারে তারা।

অ্যাংলার মাছ: এই বড় মুখের মাছের রয়েছে তীক্ষ্ণ দাঁত। মাথার ওপরে রয়েছে একটি আলো। সমুদ্রের গভীর অন্ধকারে এই আলো ছোট মাছকে আকর্ষিত করে। এরপরে তা এই মাছের শিকারে পরিণত হয়।

ভ্যাম্পায়ার স্কুইড: ফুটবলের আকারের এই লাল রঙের প্রাণী সমুদ্রের গভীরে বাস করে। এই প্রানীটির রয়েছে নীল চোখ। এদের টেনটাক্যালস রয়েছে। এদের ক্রি বলে। দেখতে ভয়ঙ্কর হলেও আদতে প্রাণীটি শান্ত।

জাপানিজ স্পাইডার ক্র্যাব: কাঁকড়া হলেও দেখতে অনেকটাই মাকড়শার মতো। এক একটি পায়ের মধ্যে দূরত্ব হয় ১২ ফুট।

ব্যাট ফিস: এই প্রাণীটি দেহের অদ্ভুত আকারের জন্যে সাঁতার কাটতে পারে না। কাদার মধ্যে বাস করা এই প্রাণী বিশেষ পেলভিক ফিন্স দিয়ে সমুদ্রের তলায় হামাগুড়ি দেয়।
