img

Follow us on

Tuesday, Apr 16, 2024

Meteorite: গুজরাটে পাওয়া গেল উল্কাপিণ্ড, এর আগে এমন ঘটনা ভারতে ঘটেছিল ১৮৫২ সালে

উত্তরপ্রদেশের গোরখপুরে ১৮৫২ সালে উল্কাপাত হয়েছিল

img

প্রতীকী ছবি

  2023-02-15 20:37:27

মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের ১৭ অগাস্টের ঘটনা।  গুজরাটে রাভেল নামের ছোট্ট গ্রামে একজন মহিলা তাঁর বারান্দা পরিষ্কার করছিলেন, তখন হঠাৎই  একটি পাথরের টুকরো তাঁর পাশে ভেঙে পড়ে। পাশের গ্রাম রান্টিলার বাসিন্দারা সেদিন দেখলেন, একই রকম পাথরের টুকরো একটি নিম গাছের ডালের ওপর পড়ল। পাথর খণ্ডের (Meteorite) বেশ কিছু টুকরো রান্টিলা গ্রামের চাষের ক্ষেতেও ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায়, গ্রামবাসীরা সেগুলো কুড়োতেও যায়। 
ঘটনায় চারিদিকে হইচই শুরু হলে, ছুটে আসে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (পিআরএল)। 

আরও পড়ুন: শনিকে টপকে সবথেকে বেশি উপগ্রহের মালিক এখন বৃহস্পতি

পাথর (Meteorite)  দুটি পর্যবেক্ষণ করে কী বললেন গবেষকরা

পাথর(Meteorite)  খণ্ডগুলি গবেষকরা সংগ্রহ করেন। বৃহত্তম টুকরোটির ওজন ছিল প্রায় ২০০গ্রাম এবং আকারে ১২ সেমি × ৬ সেমি  × ৪ সেমি।

আরও পড়ুন: সৌর অভিযানে প্রস্তুত হচ্ছে ইসরোর আদিত্য এল-১ , জানুন বিস্তারিত

গবেষকরা পাথর দুটি পরীক্ষা করে জানতে পারলেন যে সেটি একধরনের উল্কা খণ্ড। পাথর (Meteorite)  দুটি থেকে তীব্র ঝাঁঝালো গন্ধও পাওয়া যাচ্ছিল। গবেষকরা বলেন এটি হল অউব্রিটের নমুনা, গত মাসে কারেন্ট সায়েন্স জার্নালে প্রকাশিত রিপোর্ট বলছে, খণ্ডগুলিতে প্রধানত এনস্টাটাইট নামের উপাদান রয়েছে, যা পাওয়া যায় বুধগ্রহের পৃষ্ঠে।

আরও পড়ুন: মহাকাশ গবেষণায় নয়া দিশা! ৮৮০ কোটি বছর পুরনো রেডিও-সংকেত ধরলেন ভারতীয় বিজ্ঞানীরা


অউব্রিট কী 

অউব্রিট  হল একধরনের উল্কা। এগুলির নামকরণ করা হয়েছে আউব্রেস উল্কাপিণ্ডের নামে। এই ধরনের উল্কাপাত ১৮৩৬ সালে ফ্রান্সে দেখা গিয়েছিল। 

আরও পড়ুন: চলতি বছরের ডিসেম্বরে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩

বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় উপমহাদেশে উল্কাপাত অতীতেও দেখা গিয়েছে। উত্তরপ্রদেশের গোরখপুরে ১৮৫২ সালে উল্কাপাত হয়েছিল। তারপর গত বছরে তা দেখা গেল গুজরাটে।

 

আরও পড়ুন: উল্টোদিকে ঘুরতে শুরু করেছে পৃথিবীর কেন্দ্রস্থল! এর প্রভাব কী হতে পারে?

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

 

Tags:

Meteorite


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর