img

Follow us on

Friday, May 17, 2024

Artemis 1 Mission: আর্টেমিস ১ মিশনের প্রথম ধাপ! আজই চাঁদের উদ্দেশে পাড়ি দিতে চলেছে নাসার মহাকাশযান

আজ নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে সন্ধ্যে ৬টা নাগাদ উৎক্ষেপণ করা হবে এসএলএস রকেট।

img

স্পেস লঞ্চ সিস্টেম রকেট

  2022-08-29 12:30:11

মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরেই আর্টেমিস ১ মিশনের (Artemis 1 Mission) চন্দ্র যাত্রা শুরু হতে চলেছে। সোমবার অর্থাৎ আজ নাসার কেনেডি স্পেস সেন্টার (NASA's Kennedy Space Center) থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে উৎক্ষেপণ করা হবে এসএলএস রকেট। অর্থাৎ ভারতীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ লঞ্চ প্যাড ৩৯ বি -এর মাধ্যমে নাসার ওরিয়ন স্পেসক্রাফট চাঁদের উদ্দেশে রওনা দেবে।

আর্টেমিস মিশনের তিনটি পর্যায় রয়েছে। সেগুলি হল আর্টমিস ১,২ এবং ৩। স্পেস লঞ্চ সিস্টেম রকেটেই থাকবে ওরিয়ন স্পেসক্রাফট (Orion Spacecraft)। বিশাল এসএলএস রকেট এবং ওরিয়ন স্পেস ক্যাপসুল মহাকাশচারীদের চাঁদের কক্ষপথে নিয়ে যাবে। সেখান থেকে মহাকাশচারীদের চাঁদে নিয়ে যাবে।

আগে ঠিক করা হয়েছিল যে আবহাওয়া পরিস্কার না থাকলে সেপ্টেম্বরে রকেটটি উৎক্ষেপণ করা হবে। কিন্তু আজ আবহাওয়ার পূর্বাভাস বলছে আকাশ প্রধানত পরিস্কারই থাকবে, ৮০% সুযোগ থাকবে সফল উৎক্ষেপণের। ফলে আজই উৎক্ষেপণ করতে চলেছে রকেট। আর এই মুহূর্তেরই অপেক্ষা করে আছে গোটা বিশ্ব।

আরও পড়ুন: মানুষ তো খেলনা নয়! জানেন কি আর্টেমিস-১ রকেটে করে মহাকাশে পাঠানো হচ্ছে 'খেলনা-মানুষ'?

নাসা (NASA) থেকে জানানো হয়েছে, এই মিশনটি সফল হলেই ২০২৫ সালে মহাকাশচারীরাও পাড়ি দেবেন চাঁদে। সূত্রের খবর, পৃথিবীতে ফিরে আসার আগে মহাকাশযানটি ৪২ দিন ধরে চাঁদকে প্রদক্ষিণ করবে। এরপর ৬ সপ্তাহ পর ফের পৃথিবীতে ফিরে আসবে এবং এটি প্রশান্ত মহাসাগরে এসে নামবে। এই রকেটের মধ্যে ওরিয়ন নামক স্পেসক্রাফটি রয়েছে, তাতে কোনও মানুষ থাকবে না। তবে এতে মানুষ না থাকলেও মানুষের ন্যায় রোবট থাকবে।

প্রসঙ্গত, চাঁদে শেষবার মানুষ পাড়ি দিয়েছিলেন ১৯৭২ সালের অ্যাপোলো মিশনে (Apollo)। অ্যাপোলো মিশনের পাঁচ দশকের পর আবার চাঁদে যাওয়ার পরিকল্পনা করেছে নাসা (NASA)। সে পরিকল্পনায় প্রথম বড় পদক্ষেপ হতে চলেছে আর্টেমিস ১ মিশন। পরের বছর দ্বিতীয় ধাপে আবার রকেট পাঠানো হবে ও তৃতীয় ধাপে চাঁদের বুকে মানুষ নামবে বলে জানিয়েছে নাসা। ৩২২ ফুট লম্বা রকেটটি বানাতে খরচ হয়েছে ৯৩ বিলিয়ন ডলার, যা নাসার সবচেয়ে শক্তিশালী রকেট বলে জানিয়েছে সংস্থাটি। নাসার এ অভিযান সফল হলে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর আবারও চাঁদের বুকে পা রাখবে মানুষ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

NASA

Moon

Artemis 1 Mission

SLS rocket

Orion


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর