Winter Hair Care: শীতের শুষ্কতা থেকে চুলের যত্ন নিতে জানুন এই চারটি উপায়
2023-12-16 07:53:13
শীতকালে শুষ্কতা যেমন ত্বকের উপর বিরূপ প্রভাব ফেলে, ঠিক তেমনি ভাবে চুলেও নানা প্রকার খারাপ প্রভাব ফেলে। শীতের শুকনো বাতাস চুলের স্বাস্থ্যকে রুক্ষ্ম করে তোলে। আপনি কি চুলের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত? চলুন জেনে নিই কীভাবে আপনার চুলের পরিচর্চা করবেন।
চুলকে শীতের রুক্ষ্মতা থেকে বাঁচাতে প্রাকৃতিক ভেষজ তেল, মাখন জাতীয় উপাদান ব্যবহার করুন। শীতের ঠান্ডা বাতাস থেকে চুলকে রক্ষা করতে টুপি ব্যবহার করে চুল ঢেকে রাখতেও পারেন।
শীতকালে আমাদের ত্বক এমনিতেই শুষ্ক হয়ে যায়। সেই সঙ্গে বাতাসে জলীয় বাস্প কম থাকায় চুল অত্যন্ত শুষ্ক হয়ে যায়। চুলের স্বাস্থ্য দুর্বল হয়ে যায়। ফলে জল বেশি পান করে শরীরে জলের ভারসাম্যকে ঠিক রাখতে হবে। প্রয়োজনে পুষ্টি জাতীয় খাবারও খেতে হবে।
শীতকালে নিয়মিত চুলকে যেমন জলে ধুতে হবে তেমনি আবার অতিরিক্ত ধোয়ার সঙ্গে ভারসাম্য বজায় রাখতেও হবে। ঘনঘন ধোয়াতে চুলের প্রাকৃতিক তৈলাক্ত ভাব কমে খসখসে হয়ে যেতে পারে। চুলে ভালো শ্যাম্পু ব্যবহার করুন। এই শীতে অন্তত ২-৩ দিন পরপর চুল ধোয়ার কথা ভাবুন।
বাইরে শীতের ঠান্ডা আমেজ আবার অপর দিকে ঘরের তাপমাত্রায় চুলের স্বাস্থ্য সঠিক থাকে না। চুলে স্ট্রেইটনার এবং কার্লিং আয়রনের মতো উত্তপ্ত স্টাইলিং জিনিসগুলি যত কম ব্যবহার করা যায় তত ভালো।
এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।