সাধারণ আঙুর যা দেখি বাজারে, তার রঙ সবুজ। তবে, অনেক সময় আঙুর দেখতে লাল, নীল, বা ঘন বেগুনি রঙেরও হয়ে থাকে। এই রঙ অত্যন্ত প্রাকৃতিক রঙ। এতে অ্যান্থোসায়ানিনের উচ্চ ঘনত্বের কারণে দেখতে ঘন কালো বর্ণের হয়। এই ফলে একপ্রকার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। খাবার ফল হিসাবে ছাড়াও এই ফল জ্যাম, ডেজার্ট, স্যালাডে ব্যবহার করা হয়ে থাকে। এই ফলের স্বাস্থ্যকারী গুরুত্ব অপরিসীম। আসুন জেনে নিই উপকারিতা-