img

Follow us on

Saturday, Apr 27, 2024

CLAT Exam: আইন নিয়ে পড়াশোনা করতে চান? জেনে নিন সিএলএটি পরীক্ষার খুঁটিনাটি

এই বছরের CLAT পরীক্ষা হবে ১৮ই ডিসেম্বর।

img

সিএলএটি পরীক্ষা

  2022-11-05 13:17:12

মাধ্যম নিউজ ডেস্ক: কোটের ওপর গাউন চাপিয়ে, এজলাসে দাঁড়িয়ে সওয়াল জবাব করার সখ অনেকেরই থাকে। স্বাধীনতার আগে আবার বিলেত থেকে 'ব্যারিস্টার' ডিগ্রি নিয়ে আসাটা ছিল সামাজিক মর্যাদা ও প্রতিপত্তির অন্যতম মাপকাঠি। দেশ স্বাধীন হয়েছে। তবে আইনের ডিগ্রির প্রতি আকর্ষণ আগের মতোই রয়েছে। সরকারি বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠানই রয়েছে যেখানে "আইন" পড়ানো হয়। তবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলি থেকে আইনের ডিগ্রি নিতে চাইলে সেক্ষেত্রে বসতে হবে CLAT পরীক্ষায়। সম্পূর্ণ নাম Common Law Admission Test। এই পরীক্ষায় ভালো স্কোর করলে সুযোগ পাওয়া যায় দেশের নামী ২৫টি আইন বিশ্ববিদ্যালয় পড়ার। এছাড়াও কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও CLAT স্কোরের ভিত্তিতে ভর্তি নেয়। বিভিন্ন Public sector গুলি, যেমন ONGC, Coal India, BHEL, Steel Authority of India, Oil India তে আইনি পরামর্শদাতা হিসেবে সুযোগ পেতে CLAT স্কোর দেখা হয়। এই বছরের CLAT পরীক্ষা হবে ১৮ই ডিসেম্বর। অনলাইন ফর্মফিলাপ চলবে ১৩ই নভেম্বর অবধি।

আরও পড়ুন: কেরলে ৩২ হাজার মহিলার ধর্মান্তকরণ ও আইসিসে যোগদানের কথা বলবে 'দ্য কেরালা স্টোরি'

কারা বসতে পারে এই পরীক্ষায়?

CLAT এর মাধ্যমে স্নাতক স্তরে যারা আইন নিয়ে পড়তে চায়, তাদেরকে যে কোনো শাখায় অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমতুল যেকোনও পরীক্ষায় পাশ করতে হবে এবং নূন্যতম ৪৫% নম্বর পেতে হবে‌। সংরক্ষিত ক্যাটাগরির  প্রার্থীদের ক্ষেত্রে ৪০% নম্বর পেলেই হবে। অন্যদিকে  CLAT এর মাধ্যমে আইনের স্নাতকোত্তর ডিগ্রি পেতে, আইনের গ্রাজুয়েটরা ৫০% নম্বর পেলেই আবেদন করতে পারবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে ৪৫% নম্বর থাকলেই আবেদন যোগ্য। ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীরাও এই পরীক্ষায় বসতে পারবে কিছু শর্ত সাপেক্ষে। 

পরীক্ষার বিষয় কী কী?

১৫০ নম্বরের এই পরীক্ষায় সময় পাওয়া যাবে ২ ঘণ্টা। এমসিকিউ ধাঁচে প্রশ্ন হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য ১ নম্বর পাওয়া যাবে‌। নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি ভুলের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
নিম্নলিখিত বিষয় গুলি থেকে প্রশ্ন আসবে। 

ইংলিশ কমপ্রিহেনশন

জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স 

লিগ্যাল রিজনিং

লজিক্যাল রিজনিং

কোয়ান্টেটিভ টেকনিক (ম্যাথ)

দেশের সেরা আইন বিশ্ববিদ্যালয় গুলি দেখে নেওয়া যাক একনজরে :

১)ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া, ব্যাঙ্গালোর।
২) NALSAR ইউনিভার্সিটি অফ ,, হায়দ্রাবাদ।
৩) ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটি, ভোপাল।
৪) দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জ্যুরডিক্যাল সায়েন্সে্‌ কলকাতা।
৫) ন্যাশনাল ল ইউনিভার্সিটি, যোধপুর।
৬) হেদায়েতুল্লাহ ন্যাশনাল ল ইউনিভার্সিটি, রায়পুর।
৭) গুজরাট ন্যাশনাল ল ইউনিভার্সিটি, গান্ধীনগর।
৮) ডক্টর রামমোহন লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি, লক্ষ্ণৌ।
৯) ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডভান্সড লিগ্যাল স্টাডিস, কোচি।
১০) রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ল, পাতিয়ালা।
১১) চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি, পাটনা।
১২) ন্যাশনাল ইউনিভার্সিটি ওড়িশা, কটক।
১৩) দামোদারাম সঞ্জীব্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি, বিশাখাপত্তনম।
১৪) ন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্টাডি এন্ড রিসার্চ ইন ল, রাঁচি।
১৫) ন্যাশনাল ল স্কুল এন্ড জুডিশিয়াল অ্যাকাডেমি, গুয়াহাটি। 
১৬) তামিলনাড়ু ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিচি।
১৭) মহারাষ্ট্র ন্যাশনাল ল ইউনিভার্সিটি, মুম্বাই।
১৮) মহারাষ্ট্র ন্যাশনাল ল ইউনিভার্সিটি, নাগপুর।
১৯) মহারাষ্ট্র ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ঔরাঙ্গাবাদ।
২০) হিমাচল প্রদেশ ন্যাশনাল ল ইউনিভার্সিটি, শিমলা।
২১)ধর্মশাস্ত্র ন্যাশনাল ল ইউনিভার্সিটি, জব্বলপুর।
২২) ডঃ বি আর আম্বেদকর ন্যাশনাল ল ইউনিভার্সিটি, সনিপথ।
২৩) ন্যাশনাল ল ইউনিভার্সিটি, সিকিম।
২৪) ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা।
২৫) ন্যাশনাল ল ইউনিভার্সিটি, মেঘালয়। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

Tags:

CLAT Exam

Law Education


আরও খবর


খবরের মুভি