img

Follow us on

Wednesday, May 15, 2024

Cattle Smuggling: পুষ্পা সিনেমার স্টাইলে বাংলায় গরু পাচার!

পুষ্পা সিনেমার স্টাইলে বাংলায় গরু পাচার!

  2022-08-25 13:26:15

সিনেমাকে হার মানাচ্ছে বাস্তব। ধরা পড়ছে গরু বোঝাই একের পর এক কন্টেনার। সেই কন্টেনার কখনও দুধের। বাইরে থেকে দেখলে মনে হবে আমুল কোম্পানির দুধ যাচ্ছে। আবার কোনও কন্টেনার দেখলে মনে হবে পার্সেল ভ্যান। গাড়ির পিছনে লেখা ডাক পার্সল। কিন্তু সেই কন্টেনারের মধ্যেই রয়েছে গরুর পাল। এভাবেই চলছে পাচার। একটি কন্টেনার ধরা পড়েছে ধানবাদে। অন্যটি পুরুলিয়ায়। গরু পাচারের মামলায় অনুব্রতর গ্রেফতারি নিয়ে সারা রাজ্য যখন সরগরম, তখন এই ছবি সামনে আসায় সকলে অবাক হয়ে যাচ্ছে। 

দেখুন এই পার্সল ভ্যানটি। বাইরে থেকে দেখলে মনে হবে ডাক বিভাগের। এর দুটি নম্বর প্লেট। হিন্দিতে এক লেখা। ইংরেজিতে আর এক। গভীর রাতে সন্দেহজনক এই গাড়িটিকে আটক করে তল্লাশির সময় ধরা পড়ে, ভিতরে আছে গরুর পাল। গাড়িটি ধরা পড়তেই চালক ও খালাসি পলাতক। গাড়িটি ঝাড়খন্ড হয়ে বাংলায় ঢুকছিল। ধানবাদের বারবড্ডা থানা আটক করা হয় গাড়িটিকে। স্থানীয়দের অভিযোগ, বিহারের ঔরঙ্গাবাদ ও চৌসার গরুর হাট থেকে বীরভূম, মুর্শিদাবাদার উপর দিয়ে বাংলাদেশে পাঠানো হত গরু। বহুদিন ধরেই এভাবে পাচার চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধানবাদ থানা। 

ধানবাদে সীমানায় যখন এই ছবি, তখন একই কায়দায় গরু পাচার করতে গিয়ে দুর্ঘটনার মুখে আর এক কন্টেনার। এই ঘটনা পুরুলিয়ায়। সেখানে জাতীয় সড়কে উল্টে যায় কন্টেনারটি। দরজা খুলতেই দেখা যায় পাল পাল গরু। দুর্ঘটনায় ৫টি গরু মারা যায়। মোট ২২টি গরু উদ্ধার হয়। এখানেও কন্টেনারটিকে বাইরে থেকে দেখলে মনে হবে আমুল কোম্পানির দুধ নিয়ে যাচ্ছে। ফলে পুষ্পা স্টাইলে এই গরু পাচারের কৌশল দেখে সকলের চোখ কপালে উঠেছে। 
 

 

Tags:

 

Purulia

Cattle smuggling case

Cattle smuggling

Cow smuggling

Dhanbad

cow smuggling case

cow smuggling news

anubrata cow smuggling

cow smuggling racket

pushpa style cow smuggling

pushpa in real life

goru pachar kando

cow smuggle case

cattle smuggling racket

cow smuggling chase

purulia cow smuggling

bengal cattle smuggling case probe

anubrata mondal cattle smuggling case


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর