img

Follow us on

Wednesday, May 08, 2024

Anubrata Mondal: সকালে CBI ফেরালেন সুকন্যা, বিকেলে হাইকোর্টের তলব

অনুব্রত মণ্ডল ও কন্যা সুকন্যা মণ্ডল

  2022-08-17 21:25:15

সিবিআই কর্তাদের সঙ্গে কথা বললেন না অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আইনজীবী মারফত জানিয়ে দিলেন, তাঁর মা মারা গেছেন, বাবা সিবিআই হেফাজতে। মানসিক ভাবে আপনাদের সঙ্গে কথা বলার মত অবস্থায় নেই সুকন্যা। সুকন্যার হাতে নোটিশ ধরিয়ে, ১০ মিনিটের মধ্যে অনুব্রতর নীচুপট্টির বাড়ি থেকে বেড়িয়ে এলেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের সঙ্গে ছিলেন এক মহিলা অফিসারও।

ঠিক এক সপ্তাহ পর ফের বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অনুব্রত-কন্যা সুকন্যার নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ করতেই এসেছে সিবিআই। সম্পত্তি সংক্রান্ত তথ্য যাচাইইয়ের জন্যই জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল বলে জানিয়েছে সিবিআই।

তাঁর আগে বুধবার সকালেই শান্তিনিকেতনের পূর্বপল্লীর গেস্ট হাউসে ডেকে পাঠানো হয় অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্টন্ট্যান্ট মনীশ কোঠারিকে। প্রায় টানা ঘণ্টা দুয়েক তাঁকে জেরা করার পর সোজা যান স্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। সেখানকার দুই আধিকারিককেও জেরা করেন।  

অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে সেখানে খুব বেশি অঙ্কের অর্থের হদিশ মেলেনি। সেই কারণেই অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্টন্ট্যান্ট মণীশ কোঠারিকে ডেকে পাঠায় সিবিআই। অনুব্রতর অ্যাকাউণ্টে বিপুল টাকার হদিশ না মিললেও তাঁর কন্যা সুকন্যার নামে বিপুল পরিমাণ সম্পত্তির দলিল হাতে পেয়েছে সিবিআই মাত্র এক মাসের মধ্যে একাধিক জমি কেনা হয়েছে সুকন্যার নামে। তাঁর সঙ্গে ডিরেক্টর পদে যৌথ নাম আছে বিদ্যুতবরণ গায়েনের। যে বিদ্যতবরণ অনুব্রতকে বাবা বলে ডাকত। একদা বোলপুর পুরসভার গাড়ির খালাসি বিদ্যুৎবরণের উত্থানও ২০১১-র পরে। এখন যদিও বোলপুর পুরসভায় স্থায়ী চাকরি করেন এই বিদ্যুৎবরণ। তাঁর নামেও কেনা হয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। তিনটে সংস্থার ডিরেক্টর হিসেবেও সুকন্যার সঙ্গে যৌথভাবে নাম রয়েছে বিদ্যুৎবরণের।  

অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত ৬ জনের টেট পাশ না করেও চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। এই ছয় জনের মধ্যে রয়েছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলও। আগামী বৃহস্পতিবার এই ছয়জনকে টেট সার্টিফিকেট এবং নিয়োগপত্র নিয়ে কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে হবে। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল তিনটে ফের এই মামলার শুনানি রয়েছে। হাই কোর্টের থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, হাজিরা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে তাঁদের হাইকোর্টে হাজিরা নিশ্চিত করার জন্য বীরভূম জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যে ছয় জনের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, অনুব্রতর ভাই সুমিত মণ্ডল, ভাইপো সাত্যকী মণ্ডল, নেতার পিএ অর্ক দত্ত। এছাড়া তালিকায় রয়েছেন কস্তুরী চৌধুরী ও সুজিত বাগদি নামে আরও দুই জন। তাঁরাও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে।

গরুপাচার বালি পাচার সহ একাধিক সোর্স থেকে বিপুল পরিমাণ সম্পত্তি করেছে অনুব্রত। কাল অনুব্রত সহযোগী ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হবে সেই সম্পত্তির হদিশ পেতে। সঙ্গে জুড়ে যাচ্ছে শিক্ষক নিয়োগে বেনিয়মের মামলাও। কারণে এদের অনেকেই যোগ্যতামান না পেরিয়েই চাকরি পেয়েছিলেন স্কুলে।

Tags:

bjp

cbi

Madhyom

tmc

anubrata mondal

Suvendu Adhikari

Mamata

Dilip Ghosh

bangla news

Bengali news

Anubrata Mandal

Anubrata

anubrata mandal news

anubrata mondal cbi

anubrata mondal tmc

anubrata mondal latest news

anubrata mondal news

Sukanya Mandol

Kolkata Highcourt

anubrata daughter

anubrata news

anubrata arrested

cbi anubrata

cbi interrogation anubrata

anubrata arrest

anubrata cattle smuggling case

anubrata sukanya

cbi arrests anubrata mondal

anubrata mandol

anubrata mondal update

anubrata mondal news live


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর