img

Follow us on

Saturday, May 18, 2024

Joka Management College: ক্যান্টিন বন্ধ, বিপাকে রাজ্যের নামী ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়ারা

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতার এই শিক্ষা প্রতিষ্ঠান...

img

প্রতীকী ছবি।

  2022-11-10 11:17:49

মাধ্যম নিউজ ডেস্ক: পড়ুয়া রয়েছেন। হচ্ছে কলেজও। অথচ বন্ধ হয়ে গিয়েছে কলেজ ক্যান্টিন। আচমকা ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ার বিপাকে পড়ুয়ারা। কলেজের গেটে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যান্টিন কর্মীরা। এ ঘটনা রাজ্যের কোনও প্রান্তিক এলাকার নয়। খোদ কলকাতার (Calcutta)। জোকা ম্যানেজমেন্ট কলেজের (Joka Management College) ঘটনা।

রাজ্যের অন্যতম সেরা প্রতিষ্ঠান এই কলেজ

সম্প্রতি দেশের সেরা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকা। ওই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতার এই শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি সারা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যে ক্রমতালিকা প্রকাশ করেছে এনআইআরএফ, তার একটি তৈরি করা হয়েছে ম্যানেজমেন্ট স্কুলগুলিকে নিয়েও। সেই তালিকায় দেখা যাচ্ছে, আইআইএম জোকার (IIM Joka) স্থান হয়েছে তৃতীয়।

রাজ্যের এহেন গুরুত্বপূর্ণ এক শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন বন্ধ হওযায় বিপাকে পড়েছেন ওই প্রতিষ্ঠানের হাজার খানেক পড়ুয়া। ওই প্রতিষ্ঠানে চারটি ক্যান্টিন রয়েছে। ফি দিন খাবার খান হাজারখানেক পড়ুয়া। পড়ুয়ারা সংবাদমাধ্যমের সামনে কিছু না বললেও, জানা গিয়েছে, খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার দেওয়া হত না বলেও অভিযোগ। মর্যাদাপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিনের ভিতরেই মদ্যপান করা হত বলে অভিযোগ। পড়ুয়ারা নন, মদ্যপান করতেন ক্যান্টিনের কর্মীরাই।

আরও পড়ুন: কয়লাপাচার কান্ডে ইডি তলব করল কলকাতা পুলিশের এসিপিকে

জোকা ম্যানেজমেন্ট কলেজের (Joka Management College) ক্যান্টিনের ভিতর মদ্যপান করায় ক্যান্টিনের ১৪ জন কর্মীকে বরখাস্ত করা হয়। এর পরেই কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে ক্যান্টিন বন্ধ করে দেন প্রায় ১২৫ জন কর্মী। মঙ্গলবার থেকে কাজ করছেন না তাঁরা। জোকা ম্যানেজমেন্ট কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন ওই কর্মীরা। স্বাভাবিকভাবেই খাবার না পেয়ে বিপাকে ওই প্রতিষ্ঠানের হাজারখানেক পড়ুয়া।

জোকা ম্যানেজমেন্ট কলেজের (Joka Management College) মতো গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন বন্ধ রইলেও, পড়ুয়ার খাবার না পাওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছেন না বলে পড়ুয়াদের অভিযোগ। বিক্ষোভের জেরে খানিকটা হলেও, ব্যাহত হচ্ছে পঠনপাঠন। বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই পুলিশ মোতায়েন করা হয়েছে ম্যানেজমেন্ট কলেজের গেটে। এদিকে, বিক্ষোভকারীদের সাফ দাবি, যে ১৪ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে, অবিলম্বে কাজে ফেরাতে হবে তাঁদের। কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেন, এখন সেটাই দেখার।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Joka Management College

Joka Management College agitation

Joka Management College canteen

IIM Joka

bengli news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর