img

Follow us on

Wednesday, May 15, 2024

West Bengal: জানেন কোন ২১ জন বিধায়ক পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন?

পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি

img

প্রতীকী ছবি

  2023-08-29 22:18:51

মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিটি বাঙালির কাছে ২০ জুন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় আইন পরিষদে (West Bengal) (অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভা) অখণ্ড বাংলা ভাগের বিষয়টি উত্থাপিত হয়। বাংলাভাগের পক্ষে বড় অংশের ভোট পড়ায় দু’টুকরো হয় বাংলা। এই ভোটাভুটির ফলাফলের ভিত্তিতেই পশ্চিমবাংলা (West Bengal) ভারতের অংশ হয়, পূর্ব বাংলা (যদিও প্রথমে তা পূর্ব পাকিস্তান ও পরে বাংলাদেশ হয়) যুক্ত হয় পাকিস্তানের সঙ্গে।

দেশভাগের প্রকৃত কারণ ভুলিয়ে দিতে চান মুখ্যমন্ত্রী!

বিজেপির দাবি, তোষণের রাজনীতির কারণেই দেশভাগের সেই যন্ত্রণাদায়ক দিন ২০ জুন ১৯৪৭ কে  ভুলিয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই ‘পশ্চিমবঙ্গ দিবস’ (West Bengal) কোন দিন হওয়া উচিত তা নিয়ে নবান্নে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধী দল বিজেপি ওই বৈঠক বয়কট করেছে। ইতিমধ্যে বৈঠকে যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন সুকান্ত মজুমদার। সেখানে বিজেপির রাজ্য সভাপতি লেখেন, ‘‘আপনি লিখেছেন (যোগদানপত্রে) কোনও ২০ জুন তারিখে পশ্চিমবঙ্গ (West Bengal) প্রতিষ্ঠিত হয়েছিল বলে আমরা কোথাও কিছু পড়িনি বা শুনিনি। আপনার বক্তব্যেই স্পষ্ট যে, খোলা মনে আলোচনা করার জন্য এই বৈঠক ডাকা হয়নি। কিছু পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এই বৈঠককে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। আপনার আগেই নিয়ে ফেলা সিদ্ধান্তে সিলমোহর দিতে আমি বা আমার দলের কোনও প্রতিনিধি সর্বদলীয় বৈঠকে যেতে অপারগ। তাই বিজেপি এই বৈঠকে যোগ দেবে না।’’

কী বলছেন ইতিহাসবিদরা?


ইতিহাসবিদরা অবশ্য বিজেপির দাবিতেই সিলমোহর দিয়েছেন। তাঁদের মতে, ১৯৪৭ সালের ২০ জুন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের (West Bengal) জন্ম হয়। একই সঙ্গে সামনে এসেছে তৎকালীন ২১ জন বিধায়কের নাম এবং বিধানসভাক্ষেত্র যাঁরা সেদিন পশ্চিমবঙ্গ (West Bengal) তৈরির বিপক্ষে ভোট দিয়েছিলেন, অর্থাৎ তাঁরা চেয়েছিলেন গোটা বাংলাটাই পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক।

২১ জন বিধায়ক যাঁরা চেয়েছিলেন পশ্চিমবঙ্গ (West Bengal) পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক

১) আব্দুল আহাদ 

ঠিকানা: গ্রাম ও ডাকঘর - লবশা, সাতক্ষীরা, খুলনা 
বিধানসভা আসন: সাতক্ষীরা

২) এ এফ এম আব্দুর রহমান 

ঠিকানা: ১৮/১/এ পীতাম্বর ঘটক লেন, আলিপুর 
বিধানসভা আসন: উত্তর-পূর্ব ২৪ পরগণা 

৩) আব্দুস সবুর খান

ঠিকানা: লোয়ার যশোর রোড, খুলনা
বিধানসভা আসন: খুলনা

৪) আবুল হাশেম

ঠিকানা: গ্রাম - কাঁসাড়া, ডাকঘর - কাশেমনগর, বর্ধমান 
বিধানসভা আসন: বর্ধমান 

৫) হুসন আরা বেগম

ঠিকানা: ১১ বি তিলজলা রোড, কলিকাতা 
বিধানসভা আসন: কলিকাতার মহিলা সংরক্ষিত আসন

৬) ইলিয়াস আলি মোল্লা

ঠিকানা: ১ নং, জগন্নাথ নগর, ডাকঘর - বাটানগর, ২৪ পরগণা 
বিজয়ী আসন: ২৪ পরগণা (সাধারণ)

৭) এম এ এইচ ইস্পাহানি

ঠিকানা: ৫ হ্যারিংটন স্ট্রিট, কলিকাতা 
বিজয়ী আসন: মুসলিম শিল্প ও বাণিজ্য সংঘ

৮) জসীমউদ্দিন আহমেদ

ঠিকানা: রামচন্দ্রপুর, ডাকঘর - শিরাকোল, ২৪ পরগণা 
বিজয়ী আসন: ২৪ পরগণা (দক্ষিণ)

৯) মোহাম্মদ শরীফ খান

ঠিকানা: ২৫৬ বেহস রোড, হাওড়া 
বিজয়ী আসন: হুগলী তথা হাওড়া পুরসভা

১০) মোজাম্মেল হোসেন

ঠিকানা: বাগেরহাট, খুলনা 
বিজয়ী আসন: বাগেরহাট

১১) মোহাম্মদ ইদ্রিস 

ঠিকানা: গ্রাম - বাউকুল, ডাকঘর - জগৎবল্লভ পুর, হাওড়া 
বিজয়ী আসন: হাওড়া 

১২) মোহাম্মদ কমরুদ্দিন

ঠিকানা: কাকিনাড়া, ২৪ পরগণা 
বিজয়ী আসন: ব্যারাকপুর পুরসভা

১৩) মোহাম্মদ রফিক

ঠিকানা: ১৯, জাকারিয়া স্ট্রিট, কলিকাতা 
বিজয়ী আসন: কলিকাতা (উত্তর) 

১৪) সৈয়দ মোহাম্মদ সিদ্দিক

ঠিকানা: গ্রাম ও ডাকঘর - রোল, বাঁকুড়া 
বিজয়ী আসন: বাঁকুড়া

১৫) মুসারফ হুসেন 

(নবাব খান বাহাদুর), জলপাইগুড়ি নগর 
বিজয়ী আসন: জলপাইগুড়ি তথা দার্জিলিং 

১৬) কে  নুরুদ্দিন

ঠিকানা: ২৪ চৌরঙ্গী রোড, কলিকাতা 
বিজয়ী আসন: কলিকাতা দক্ষিণ

১৭) সিরাজুদ্দিন আহমেদ

ঠিকানা: গ্রাম - কৃষ্ণপুর, ডাকঘর - সন্দ্বীপ, মেদিনীপুর 
বিজয়ী আসন: মেদিনীপুর

১৮) এইচ এস সুরাবর্দী

ঠিকানা: থিয়েটার রোড, কলিকাতা 
বিজয়ী আসন: ২৪ পরগণা পৌরসভা অঞ্চল

১৯) এ এম এ জামান

ঠিকানা: গ্রাম - ইলামদি, ডাকঘর - সুলতানসাদি, ঢাকা 
বিজয়ী আসন: হুগলী তথা শ্রীরামপুরের নথিবদ্ধ কারখানাগুলি (শ্রমিক)

২০) মুদাসীর হুসেন 

ঠিকানা: রামপুরহাট, বীরভূম 
বিজয়ী আসন: বীরভূম 

২১) আব্দুল ওয়াহিদ সরকার 

বিজয়ী আসন: হুগলী

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

bjp

Mamata Banerjee

Madhyom

tmc

Sukanta Majumdar

bangla news

Bengali news

West Bengal Day


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর