img

Follow us on

Saturday, May 18, 2024

Blue Lobster: মৎস্যজীবীর জালে বিরল নীল গলদা চিংড়ি, মুহূর্তে ভাইরাল ছবি 

জিনগত অস্বাভাবিকতার কারণেই গলদা চিংড়িগুলি এই রঙের হয়।

img

নীল গলদা চিংড়ি

  2022-07-07 17:59:35

মাধ্যম নিউজ ডেস্ক: গলদা চিংড়ি তো সবাই দেখেছেন। দেখে জিভে জলও এসেছে নিশ্চই। কিন্তু একেবারে নীল রঙের (Blue Lobster) চিংড়ি কি দেখেছেন কখনও? অবাক হচ্ছেন? ভাবছেন চিংড়ি আবার নীল রঙের হয় নাকি! এমনই সুন্দর চিংড়ির হদিশ পেলেন এক মার্কিন মৎস্যজীবী (US Fisherman)। যুক্তরাষ্ট্রের লার্স-জোহান লারসন (Lars-Johan Larsson) নামের এক ব্যক্তি সম্প্রতি অত্যন্ত বিরল নীল গলদা চিংড়ি ধরেছিলেন। এই চিংড়ি এতটাই বিরল, যে ২০ লক্ষের মধ্যে মাত্র একটি এমন ধরনের চিংড়ি পাওয়ার সম্ভাবনা থাকে। রবিবার চিংড়িটির একটি ছবি শেয়ার করে লারসন লিখেছেন, “এই নীল গলদা চিংড়িটি গতকাল পোর্টল্যান্ডের (Portland) উপকূলে ধরা পড়েছিল এবং পরে তাকে জলেই ফেরত পাঠানো হয়।” এমন উজ্জ্বল নীল রঙের চিংড়ির ছবি মুহূর্তেই ভাইরাল (Viral) হয় নেট মাধ্যমে। ৫১৬,০০০ লাইক এবং ৪৩,০০০ বার রিট্যুইট করা হয় পোস্টটি। চিংড়ি যে এতটাও সুন্দর হতে পারে সেই ধারণা ছিল না অনেকেরই।   
 

স্বাভাবিকভাবেই তাজ্জব নেটিজেনরা। একজন লিখেছেন, “এত বছর বয়স হল, আজ প্রথম নীল গলদা চিংড়ি দেখছি।” অন্য আরেকজন লিখেছেন, “আমার সৌভাগ্য এমন বিরল প্রাণী দেখলাম। আশ্চর্য! লালের বদলে নীল রঙের।" আরও একজন আবার রসিকতা করে লিখেছেন, “সবসময় নীল রঙের বলেই ধরা পড়ে এবং নীল রঙের বলে ছাড়াও পেয়ে যায়।” 

আরও পড়ুন: সাগরে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই মহিলা, এরপর কী হল....

কেউ কেউ আবার এও বলেছেন তাঁরাও এই বিরল প্রাণীটিকে ধরেছেন। একজন লেখেন, “লং আইল্যান্ড সাউন্ডে ১৯৯৩ সালের গ্রীষ্মে একটি নীল গলদা চিংড়ি ধরা পড়েছিল৷ আমরা ওকে একটি অ্যাকোয়ারিয়ামে দিয়ে এসেছিলাম যাতে দীর্ঘকাল বাঁচতে পারে.. দেখতে খুব সুন্দর ছিল”। আরেকজন লেখেন, “আমরা ১৫ বছর আগে নর্থ হ্যাভেনে একটি নীল গলদা চিংড়ি ধরেছিলাম। আমরাও জলেই ছেড়ে দিই”।

আরও পড়ুন: ১৮৫ বিমানযাত্রীর প্রাণ বাঁচিয়ে এখন 'হিরো', কে এই ক্যাপ্টেন মণিকা?   
 
বেশিরভাগ গলদা চিংড়ি বাদামী বা লাল রঙের হয়। মেইন বিশ্ববিদ্যালয়ের লবস্টার ইনস্টিটিউটের মতে, নীল গলদা  চিংড়ি খুবই বিরল এবং ২০ লক্ষের মধ্যে মাত্র একটি খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে। জিনগত অস্বাভাবিকতার কারণেই গলদা চিংড়িগুলি এই রঙের হয়। অন্যদের তুলনায় একটি নির্দিষ্ট প্রোটিন বেশি উৎপাদন করে এই চিংড়িগুলি।  

 

Tags:

Viral News

Blue Lobster

Rare Lobster

US Fisherman


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর