Indonesia Earthquake: ভূমিকম্পে বিপর্যস্ত ইন্দোনেশিয়া, মৃতের সংখ্যা বেড়ে ২৬৮
2022-11-24 14:51:41
প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। মৃত্যু সংখ্যা ২৬৮- এরও বেশি। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। কার্যত মৃত্যু মিছিল।
একের পর এক বাড়ি ভেঙে গিয়েছে। হাসপাতাল, স্কুল, অফিস সব হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। বহু মানুষ ধ্বংস স্তুপের নীচে চাপা পড়়ে গিয়েছিলেন। উদ্ধার করা সম্ভব হয়েছে কিছু মানুষকে। উদ্ধার কাজ এখনও জারি রয়েছে।