New Jersey Akshardham Temple: আমেরিকার সর্ববৃহৎ, ভারতের বাইরে দ্বিতীয়! কবে খুলছে নিউ জার্সির অক্ষরধাম মন্দির?

নিউ জার্সিতে উদ্বোধন হতে চলেছে অক্ষরধাম মন্দিরের। শুধু তাই নয়, ভারতের বাইরে সবচেয়ে বড় দেবালয়ের তকমা পেতে চলেছে সেটি। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের ৯০ কিলোমিটার দক্ষিণে ও রাজধানী ওয়াশিংটন ডিসি-র ২৮৯ কিলোমিটার উত্তরে দেবালয়টি তৈরি।

চলতি বছরের ৮ অক্টোবর নিউ জার্সির অক্ষরধাম মন্দিরের উদ্বোধন করবেন মোহন্ত স্বামী মহারাজ। ১৮ অক্টোবর থেকে ওই দেবালয়ে প্রবেশ করতে পারবেন সাধারণ দর্শনার্থীরা।

এই অক্ষরধাম মন্দিরের স্থাপত্য ও কারুকার্য দেখার মতো। এর মাধ্যমে প্রাচীন ভারতের সংস্কৃতিতে তুলে ধরা হয়েছে। মন্দিরটির মধ্যে রয়েছে ১০ হাজার মূর্তি। এছাড়ার প্রাচীন ভারতীয় বাদ্যযন্ত্রও সেখানে রাখা হয়েছে।

১৮৩ একর জমির উপর গড়ে উঠেছে নিউ জার্সির অক্ষরধাম মন্দির। মূল মন্দিরটির আয়তন ২৫৫ ফুট x ৩৪৫ ফুট x ১৯১ ফুট। উদ্বোধনের আগেই হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন।
