img

Follow us on

Sunday, May 19, 2024

Google Doodle 2022: শিশু দিবসের দিনে কলকাতার ছেলের তৈরি ডুডলকে সেরা শিরোপা গুগলের

Children's Day 2022: আজ ১৪ নভেম্বর, ২৪ ঘণ্টার জন্য গুগল সার্চ ইঞ্জিনে দেখা যাবে সেই ছবি।

img

Google Doodle 2022

  2022-11-14 11:16:20

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার ছেলে বিশ্বের দরবারে! আজ গুগলে যে ডুডলটি দেখতে পাচ্ছেন, জানেন কি সেটি কার তৈরি? সে আর কেউ নয়, এই বাংলারই ছেলে। ভারতে গুগল ফর ডুডলের ২০২২ সালের প্রতিযোগিতায় (Google Doodle 2022) বিজয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতার শ্লোক মুখার্জি (Shlok Mukherjee)। আর তার তৈরি এই ডুডল ইতিমধ্য়েই গুগলে জায়গা করে নিয়েছে। ১৪ নভেম্বর, শিশু দিবসের দিনে এই খুদে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। তার চিন্তাশীল এবং অনুপ্রেরণামূলক ডুডলের নাম দিয়েছে, "কেন্দ্রীয় মঞ্চে ভারত।" আজ ১৪ নভেম্বর, ২৪ ঘণ্টার জন্য গুগল সার্চ ইঞ্জিনে (Google.co.in) দেখা যাবে সেই ছবি।

বিজয়ী কলকাতার শ্লোক মুখার্জি

ডুডল বানিয়ে শ্লোক তাঁর অপূর্ব শিল্পকলা বিশ্বের সামনে তুলে ধরেছে (Google Doodle 2022)। শ্লোক তার ডুডল শেয়ার করে লিখেছে, "আগামী ২৫ বছরে, আমার ভারতে বিজ্ঞানীরা মানবতার উন্নতির জন্য তাঁদের নিজস্ব পরিবেশ-বান্ধব রোবট তৈরি করবে। ভারত পৃথিবী থেকে মহাকাশে নিয়মিত ভ্রমণ করবে। ভারত যোগ এবং আয়ুর্বেদে আরও উন্নতি করবে, এবং আগামী বছরগুলিতে আরও শক্তিশালী হবে।"

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লক্ষাধিক শিক্ষার্থী

গুগলের এই প্রতিযোগিতার থিম ছিল 'আগামী ২৫ বছরে ভারত কেমন হবে' ("In the next 25 years, my India will....")। আর গুগল আয়োজিত এই প্রতিযোগিতায় ১০০ টিরও বেশি শহরের শিক্ষার্থীরা অংশ নেয়। ভারতের ১৪৫০টি বিদ্যালয়ের প্রায় ১ লক্ষ ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এই প্রতিযোগিতায় যে সকল শিক্ষার্থীরা প্রধানত উপস্থিত ছিল তারা সবাই প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গুগল শিক্ষার্থীদের ৩০শে সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত সময় দিয়েছিল (Google Doodle 2022)।

এই প্রতিযোগিতার জন্য একটি বিচারক প্যানেল গঠন করা হয়েছিল। এই প্যানেলে ছিলেন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক নীনা গুপ্তা, টিঙ্কেল কমিকসের প্রধান সম্পাদক কুরিয়াকোস ভাইসিয়ান, ইউটিউব ক্রিয়েটরস স্লেপয়েন্ট এবং শিল্পী আলিকা ভাট।

শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও তাঁদের শিল্প দেখে গুগল ডুডল পেজে লেখা হয়েছে, "পড়ুয়াদের সৃজনশীলতা এবং কল্পনাশক্তি দেখে আমরা বিস্মিত হয়েছিলাম এবং বিশেষভাবে আনন্দিত হয়েছিলাম যে প্রযুক্তির অগ্রগতি অনেক ডুডলে সাধারণ থিম হিসেবে আবির্ভূত হয়েছে।” এই পেজ থেকেই জানা গিয়েছে কীভাবে বিচারক প্যানেল এই প্রতিযোগিতার সমস্ত প্রতিযোগিদের মধ্যে সেরাটা বেছে নিয়েছে। তাঁরা প্রথমে পুরো দেশ থেকে মাত্র ২০ জন ফাইনালিস্ট বেছে নিয়েছেন। এরপর এই ২০ জনের ডুডলকে অনলাইনে প্রদর্শন করা হয়েছে জনসাধারণের ভোটিং-এর জন্য। এরপর যে বেশি ভোট পেয়েছে তাঁকেই বেছে নেওয়া হয়েছে বিজয়ী হিসেবে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হল তরুণদের কল্পনাশক্তি, ক্রিয়েটিভিটিকে বিশ্বের দরবারে তুলে ধরা। ফলে কলকাতার শ্লোক মুখোপাধ্যায় (Shlok Mukherjee) সেরা ডুডলের শিরোপা জেতায় পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে (Google Doodle 2022)।

Tags:

Doodle for Google Competition 2022

Doodle for Google 2022 India winner

Doodle for Google 2022 India winner Shlok Mukherjee

Doodle For Google 2022 India

Google Doodle 2022


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর