img

Follow us on

Sunday, May 19, 2024

Kashmir Cinema Halls Re-open: ঐতিহাসিক! দীর্ঘ ৩০ বছর পর কাশ্মীরে খুলল সিনেমা হল

Jammu Kashmir: ৩৭০ ও ৩৫এ ধারা হটানোর পর থেকে কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার...

img

জন্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা

  2022-09-19 16:05:07

মাধ্যম নিউজ ডেস্ক: ৩৭০ ও ৩৫এ ধারা হটানোর পর থেকে জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) শান্তি ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার (Modi Government)। তারই একটি অঙ্গ হিসেবে প্রায় তিন দশক পরে সিনেমা হল খোলা হল কাশ্মীরে (Kashmir)। রবিবার জন্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা (Lieutenant Governor Manoj Sinha) দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) ও শোপিয়ানে (Shopian) দুটি মাল্টিপারপোজ সিনেমা হলের উদ্বোধন করেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা শীঘ্রই জম্মু ও কাশ্মীরের প্রতিটি জেলায় এই ধরনের সিনেমা হল তৈরি করব। আজ আমি পুলওয়ামা এবং শোপিয়ানের যুবকদের এই ধরনের সিনেমা হল উৎসর্গ করছি। এখানে চলচ্চিত্র দেখানো ছাড়াও তথ্যপ্রযুক্তির বিষয়ে যুবকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।

লেফটেন্যান্ট গর্ভনর আরও জানান, চলচ্চিত্র একটি শক্তিশালী সৃজনশীল মাধ্যম যার দ্বারা ভিন্ন সংস্কৃতির সঙ্গে সহজেই মেলবন্ধন ঘটানো যায়। নতুন ফিল্ম নীতির ফলে জন্মু কাশ্মীর আবারও ফিল্ম ইন্ড্রাস্ট্রির কাছে প্রিয় শ্যুটিংস্পটে পরিণত হচ্ছে। আটের দশকের শেষ দিকেও কাশ্মীরে ডজনখানেক সিনেমা হল ছিল। কিন্তু নয়ের দশকের পর থেকেই সিনেমা হল বন্ধ হতে শুরু করে। সন্ত্রাসের কার্যকলাপ উত্তরোত্তর বাড়তে থাকায় নতুন করে পুনরায় সিনেমা হল খোলা আর সম্ভব হয়নি। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার এই হল দুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রথম সিনেমা হিসেবে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ দেখানো হবে। দীর্ঘদিন পর আবারও কাশ্মীরের মানুষ সিনেমা দেখার সুযোগ পাবেন। 

আরও পড়ুন: আজাদকে প্রাণনাশের হুমকি জঙ্গিগোষ্ঠীর, 'রাজনৈতিক গিরগিটি' বলে কটাক্ষ

অপরদিকে, রবিবারই জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ১২০ ফিট লম্বা জাতীয় পতাকা (National Flag) দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন, ভারতের পতাকা (তেরঙা) (Tricolor) আমাদের সম্মান, আবেগ ও গর্বের প্রতীক। তেরঙা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন এবং আমাদের তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই অনুষ্ঠান উপলক্ষে যুবকদের কর্মসংস্থান ভিত্তিক মোট ৯.১১ কোটির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। তিনি জানান, সরকার মুমকিন প্রকল্পের মাধ্যমে ৪,৪৮২ যুবক-যুবতীর ব্যবসার জন্য কর্মাসিয়াল ভেহিকল দিয়েছে। এর পাশাপাশি, তেজস্বিনী প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার যুবক-যুবতী সফল ব্যবসায়ী হিসেবে সমাজে উঠে এসেছে বলে জানান তিনি। এছাড়াও পারভেজ, রাইজ টুগেদার, সুপার ৭৫ এর মতো বিভিন্ন সামাজিক কর্মসূচীর মাধ্যমে লক্ষ লক্ষ যুবকযুবতী স্বনির্ভর হচ্ছে বলেও জানান তিনি। তিনি যুব সমাজকে কাশ্মীরের ভবিষ্যতের দিশা নির্ধারণের অংশীদার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Jammu Kashmir

Pulwama

Historic day Kashmir

Kashmir cinema hall reopen

Shopian

Lieutenant Governor Manoj Sinha


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর