img

Follow us on

Sunday, May 19, 2024

TMC Narada Scam: শুভেন্দুর নারদা বক্তব্যে সহমত ফিরহাদ, বিপাকে তৃণমূল

শুভেন্দুর নারদা বক্তব্যে সহমত ফিরহাদ, বিপাকে তৃণমূল

  2022-08-29 20:25:28

বিরোধী দলনেতার মন্তব্য নিয়ে বিপাকে তৃণমূল। বুঝে উঠে পারছেন না কি অবস্থান হবে দলের। ফলে, ২৭ অগাস্ট মুখ বন্ধ রাখাই বাঞ্ছনীয় মনে করেছেন, দুনিয়ার সব বিষয়ে হাজারো মন্তব্য করা, তৃণমূলের মুখপাত্র।

সাংবাদিকদের প্রশ্ন ছিল নারদা কেলেঙ্কারি নিয়ে দলের মন্ত্রী, কলকাতার মেয়র ও আরেক মুখপাত্র ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া নিয়ে দলের অবস্থান কি? এরপরই থমকে যান তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। জানিয়ে দেন তাঁর মুখ বন্ধ। 

তাহলে এবার দেখে নিন নারদা ঘুষ কেলেঙ্কারি নিয়ে ঠিক কি বলেছিলেন, মন্ত্রী ফিরহাদ হাকিম

হঠাৎ নারদা ঘুষ কেলেঙ্কারি প্রসঙ্গে মুখ খুললেন কেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী আর কলকানেতাদেরতার মেয়র তাঁর পিছনের কারণ ঠিক তাঁর আগের দিন রাজ্যের বিরোধী নেতা জানিয়েছিলেন, নারদা ঘুষ কাণ্ডে কার্যত ফাঁসানো হয়েছিল মমতার পর তৃণমূলের দ্বিতীয় সারির নেতাদের। কে ফাঁসিয়েছিলেন বিরোধী দলনেতা জানিয়েছেন তাও। 

কারণ কোন যোগ্যতা ছাড়াই ক্ষমতার কেন্দ্রে উঠে আসার বাসনা তৈরি হয়েছিল ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর ভাইপো ছাড়া যার নিজস্ব কোন পরিচিতি নেই। যার রাজনৈতিক পরিপক্কতা তো দূরের কথা রাজনৈতিক আন্দোলনের কোন অভিজ্ঞতাও নেই।

বাস্তবটা জানেন ফিরহাদ নিজেও। নিজের দলের লোকই তাঁকে ফাঁসিয়েছিল। যাকে হাতে ধরে তৃণমূলে নিয়ে এসেছিলেন মমতার পরের স্তরের নেতারা। হয়তো চাটুকারিতা করতেই অভিষেক ভজনা। তবু...সেই কারণেই বিরোধী নেতার সঙ্গে সহমত হয়েছিলেন দিদির আদরের ববি। মনে রাখতে হবে, ফিরহাদ হাকিম বেফাঁস মন্তব্য করেন না। তাহলে কি কোন মেসেজ দিতেই এমন মন্তব্য ফিরহাদের।

আসলে ফিরহাদের দুঃস্বপ্নের আরও কারণ আছে। ঐ দিন সকালেই বিজেপি রাজ্য সভাপতি রাজ্যের সামগ্রিক নিয়োগ দুর্নীতি গরু পাচার কয়লা পাচার নারদা সারদা প্রসঙ্গ বলতে গিয়ে মন্তব্য করেছিলেন পার্থ অনুব্রততেই শেষ নয় আরও অনেক তৃণমূল নেতা মন্ত্রীরা গ্রেফতার হবেন।

সুকান্তের এই বক্তব্যেই প্রতিক্রিয়ায় ফিরহাদের বক্তব্য। তাহলে কি ফিরহাদ মেসেজ দিলেন? নাকি দলের মধ্যের একাংশের বার্তাকে এভাবে তুলে ধরলেন। যার কোন ব্যাখ্যা সাংবাদিক মুখপাত্র কুনাল ঘোষ দিতে পারেননি।

যেমন দিয়েছিলেন, সিবিআই হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার মন্তব্যের প্রতিক্রিয়ায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে এসেছিল ভাইপো। প্রকাশ্য জানিয়েও ছিলেন সে কথা। কিন্তু ক্ষমতার মধুভান্ড হাতে পেয়ে প্রথম ছোবল পার্থকেই মেরেছে বলে ইঙ্গিত প্রাক্তন শিক্ষামন্ত্রীর। 

ইতিমধ্যেই মন্ত্রীত্বের ভার কমানো হয়েছে ফিরহাদ হাকিম অরূপ রায় মলয় ঘটকের। দলের ভিতরের ইঙ্গিত কি চিনতে পারছেন ফিরহাদ হাকিম? ক্ষমতা দখল নিষ্কন্টক করতে পরবর্তী গুটি সাজাচ্ছে ভাইপো? সেই কারণেই কি আশঙ্কিত ফিরহাদ হাকিম সহমত হয়েছেন বিরোধী নেতার বক্তব্যে?       

ভবিষ্যতের দেওয়াল লিখন দেখে ভীত তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী। কাঁপুনি শুরু হয়ে গেছে। ববির বক্তব্য আর কুনালের প্রশ্ন এড়ানো কি সেই দিকেই ইঙ্গিত করছে না?

 

 

Tags:

SSC recruitment scam

Madhyom

Suvendu Adhikari

Mamata

Dilip Ghosh

Sukanta Majumdar

bangla news

Narada case

coal scam case

Abhishek Banerjee

ssc scam

TET SCAM

saradha scam

narada scam

narada sting

ssc scam news

ssc scam case

bengal ssc scam

coal scam

Recruitment scam

Bengal scam

tmc scam

ssc scam raids

wb ssc scam probe

wb ssc scam

money scam

narada scam probe

narada scam tmc

narada scam news

narada scam in bengal

narada scam probe news

narada scam latest news

narada sting case

bengal narada scam

cbi narada scam probe

narada sting operation

narada scam probe today

narada scam in west bengal

narada scam west bengal

narada scam probe updates

narada

narda scam

narada scam accused

narada scam case

narada scam update

scams

ssc scam wb

tmc mla scam

ssc scam row

adarsh scam

islands scam

scam in islands

ssc scam update

education scam

ssc scam big news

coal scam report

ssc scam in bengal

Benglai News

Bangla khabor


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর