img

Follow us on

Sunday, May 05, 2024

TMC: "দিদি"র সুরক্ষায় দূত? অভিযোগ জানালেই "চড়"!

"দিদি"র সুরক্ষায় দূত? অভিযোগ জানালেই "চড়"!

  2023-01-15 20:46:28

দিদির দূতের (didir doot) কাছে অভিযোগ জানাতে গিয়ে জুটল সপাটে চড় (slap)। যাকে চড় মাড়া হল তার নাম সাগর বিশ্বাস। ইনি বিজেপির (bjp) মণ্ডল সভাপতি। অপরাধ একটি রাস্তা আর নিকাশীর সংস্কারের আবেদন নিয়ে গেছিলেন। কারণ দিদির দূত হিসেবে তাঁদের উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে (duttapukur) এসেছেন রাজ্যের মন্ত্রী(minister) রথীন ঘোষ (rathin ghosh)। অভিযোগ জানানোর আগেই জুটল সপাটে চড়! মারলেন মন্ত্রীর সঙ্গে আসা এক পারিষদ।  আর যে তৃণমূল (tmc) বীর পুঙ্গব মারলেন তার নাম শিবম রায়। এলাকায় পরিচিত তৃণমূলের দুষ্কৃতী হিসেবে। ফলে দুস্কৃতী তার কাজ করেছে। দিদির সুরক্ষা বলয়ের মধ্যে দিদির দূত রাজ্যের মন্ত্রী ও নেতা রথীন ঘোষকে, অভিযোগ শোনার থেকে রক্ষা করতে চেয়েছেন।তাই, সপাটে চড় মেরেছেন আবেদনকারীকে। বুঝিয়ে দিয়েছেন কাজ চাইতে গেলে চড় জুটবে। 

শনিবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের নীলগঞ্জের সাইবনা এলাকায় চলছিল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। ‘দিদির দূত’ হিসাবে এলাকায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। চড়কাণ্ডের পর কী বললেন মন্ত্রী? তিনি নাকি চোখেই দেখেননি চড় মারার ঘটনা। দুনিয়া সুদ্ধ সবাই দেখল, আর মন্ত্রীমশাই দেখলেন না। তার সামনেই কার্যত আরও দুই বাহুবলী তৃণমূল কর্মী চেপে ধরে সরিয়ে নিয়ে গেল সাগর বিশ্বাসকে। কিন্তু মন্ত্রী কিছুই দেখলেন না। সকলের সামনেই সাগর জানাল,কী হয়েছিল তখন। স্থানীয় বাসিন্দা যারা মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে এসেছিলেন তাঁরাও জানালেন,কী হয়েছিল।

গত তিন চারদিন দিদির সুরক্ষা কবচ নিয়ে, দিদির দূতেরা এলাকায় এলে, খেদিয়ে ভাগিয়ে দিচ্ছিল এলাকাবাসী। গোটা রাজ্য জুড়ে একই ছবি। কারণ, গত এগারো বছরে এলাকার ন্যূনতম কাজটুকুও করেনি স্থানীয় পঞ্চায়েত, পুরসভা, বিধায়ক মন্ত্রী সাংসদ কেউই। বারংবার অভিযোগ জানিয়েও মেলেনি,আবাস যোজনা ঘর, ১০০দিনের কাজ, সংস্কার হয়নি রাস্তা, নিকাশী। শাসক দলের নেতাদের বললে কোন কাজ হয় না। দুয়ারে সরকার ফ্লপ। এবার সরাসরি চড়।

প্রকাশ্যে চড়কাণ্ডের ক্ষোভ ছড়িয়ে পড়তেই অবশ্য মন্ত্রী নিজে কথা বলেন সাগরের সঙ্গে। স্থানীয় পারিষদদের কেউ কেউ ক্ষমাও চান। তবে এখানেই ক্ষান্ত হয়নি তৃণমূল বাহিনী। বাড়ি বয়ে হুমকিও দিয়ে এসেছে সাগরের পরিবারকে। চড়কান্ডের প্রতিবাদে ব্যারাকপুর-বারাসত রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। দাবি অপরাধীকে গ্রেফতার। থানায় এফআইআরও করা হয়।

সাগরের রাজনৈতিক পরিচয় সামনে আসতেই অবশ্য বয়ান বদল মন্ত্রী সহ তৃণমূলের নেতাদের। কিন্তু ততক্ষণে গোটা বাংলা জেনে গেছে সুরক্ষা বলয় রাজ্যের মানুষের নয়, সরকারের সর্বোচ্চ নেত্রীর। বাংলার মানুষের ক্ষোভ থেকে দিদিকে বাঁচাতেই দূত হিসেবে দোরে দোরে ঘুরছেন শাসক দলের দুষ্কৃতীরা। সঙ্গে এটাও স্পষ্ট অভিযোগ জানালেই জুটবে চড়।

 

Tags:

tmc

tmc leader

viral

Slap

tmc latest news

Didir Doot

tmc worker slaps bjp

tmc slaps bjp

tmc leader slaps

tmc on slap controversy

duttapukur

rathin ghosh news

food minister rathin ghosh

minister rathin ghosh on slap gate

didir doot news

didir doot latest news

didir doot latest update

didir doot controversy

tmc slap video viral

tmc slap


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর