img

Follow us on

Sunday, May 19, 2024

Student Credit Card: শিক্ষা-ঋণ না পেয়ে আত্মঘাতী কলেজ ছাত্রী

শিক্ষা-ঋণ না পেয়ে আত্মঘাতী কলেজ ছাত্রী

  2022-09-02 00:12:24

১৯ দিনের লড়াই শেষ। অবশেষে মরে বাঁচল তিথি দলুই! স্টুডেন্ট কার্ডে লোন না পেয়ে আত্মঘাতী কলেজ ছাত্রী।

বুধবার রাতে মেদিনীপুর মেডিক্যালের ICU তে মৃত্যু হয় তিথির। 

মূলত টাকার অভাবে মাঝপথে বন্ধ হয়ে যাবে পড়াশোনা। এই  দুশ্চিন্তায় ছিল এই ছাত্রী ও তার পরিবার। 

একাধিক বার ব্যাঙ্ক ফিরিয়েছে। জানিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড না হলে লোন মিলবে না। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি কার্ড।

ফলে বন্ধ হয়ে যায় পড়াশোনা। শিক্ষা প্রতিষ্ঠানের কাগজ দেখিয়েও কোন লাভ হয়নি। না মিলেছে কার্ড। না মিলেছে লোন। হতাশায় বইয়ের ব্যাগের থেকে বিষের পাত্রকেই আপন করে নেয় তিথি দলুই। 

জীবনী শক্তি ছিল বাংলায় মেয়েটার। তারপর উনিশ দিন ডাক্তার আর মৃত্যুর মাঝে লড়াই চলে। অর্থের অভাবে একসময় ফুরিয়ে আসে প্রদীপের তেল। মারা যায় পড়াশোনা করতে চাওয়া মেয়েটা। 

তিথির বাবা জয়দেব দলুই মেনে নিতে পারছেন না মেয়ের মৃত্যু। এই ঘটনার জন্য দুজনকেই দায়ী করছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট ব্যাঙ্ককে। 
বাইটঃ জয়দেব দলুই, তিথির বাবা

আজই স্কুল কলেজের ছেলেমেয়েদের দিয়ে মিছিল করিয়ে শারদীয়ার ঢাক বাজিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর ঠিক তখনই মেদিনীপুরের রাস্তা দিয়ে কন্যার শব নিয়ে শ্মশানে পৌছলেন জয়দেব দলুই। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শেষ হওয়ার আগেই আগুনে জমিতে ছাই হয়ে গেল তিথি দলুইয়ের দেহ।

পড়াশোনা করতে চাওয়া মেয়েটা হেরে গেল উপেক্ষার উৎসবের কাছে।  



Tags:

bjp

Madhyom

tmc

Mamata

bangla news

Bengali news

Credit Card

student

student credit card west bengal

west bengal student credit card apply

credit card for students in west bengal

west bengal student credit card apply online

student death

class 12 student death

credit cards

medinipur student death

medinipur student suicide

tithi dolui

state education dept

collage student suicide

Banglar Pujo

Banglar Durga Puja

UNESCO

Education Loan

Bank Education lone

student credit card rejected


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর