img

Follow us on

Sunday, May 19, 2024

Chinsurah Court Verdict: তৃণমূলের হাতে নিরাপদ নন তৃণমূলের নেতাকর্মীরাও

চুঁচুড়া কোর্টে তৃণমূলের হাতে নিহত তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় বেরার মা ও কন্যা

  2022-08-28 02:06:56

তৃণমূলের হাতে নিরাপদ নন তৃণমূলের নেতারাও। আবারো প্রমাণিত চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্টে।

তৃণমূলের প্রাক্তন উপপ্রধান খুনে যাবজ্জীবন হল তৃণমূলেরই প্রাক্তন প্রধান সহ ৮ জনের। 

সাজা ঘোষণার পর আদালতের সামনে ফাঁসির দাবীতে বিক্ষোভ মৃত্যুঞ্জয় অনুগামীদের, উলটো দিকে কান্না চিত্তরঞ্জন সাঁতরার পরিবারের। 

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পর ক্ষমতা কার হাতে থাকবে তাই নিয়েই বিরোধ ধনিয়াখালির প্রাক্তন প্রধান চিত্তরঞ্জন সাঁতরা ও বিদায়ী উপপ্রধান মৃত্যুঞ্জয় বেরার মধ্যে। মিটিং সেরে ফেরার মুখেই খুন হন মৃত্যুঞ্জয়। ২০১৮ সালে বিরোধীদের ভোটে লড়তে দেওয়া হয়নি পঞ্চায়েতে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। এরপরই শুরু ক্ষমতা দখলের লড়াই। দিনে দুপুরে বেলা তিনটের সময় বাড়ির কাছেই লাঠিসোটা লোহার রড, শাবল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, চিত্তরঞ্জন সাঁতরা আর তাঁর দলবল। পিটিয়ে মারা হয় মৃত্যুঞ্জয় বেরাকে। 

উপপ্রধানের স্ত্রী শিপ্রা বেরা ১৩ জনের নামে অভিযোগ দায়ের করেন ধনিয়াখালী থানায়। তাঁদের মধ্যে ৮ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ বাকিরা এখনো পলাতক। উপপ্রধানের মৃত্যুতে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা চত্বর। পালটা ভাঙচুর আগুন জ্বালায় মৃত্যুঞ্জয়ের বাহিনী। পড়ে র‍্যাফ গিয়ে অবস্থা সামাল দেয়।

ঘটনার পর পলাতক ছিল অভিযুক্তরা।পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত প্রধান চিত্তরঞ্জন সাঁতরাকে নদীয়া থেকে গ্রেফতার করে পুলিশ।অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার হয় সুরজিৎ সাঁতরা,বিশ্বজিৎ সাঁতরা ও বিশ্বজিৎ ঘোষ।হাওড়ার উলুবেড়িয়া থেকে গ্রেফতার হয় অরূপ সিং।বিদ্যুৎ রায়, দীপু বাউড়ি, কাজি মহম্মদ বাদশাকেও গ্রেফতার করে পুলিশ।পাঁচজন অভিযুক্ত এখনো পলাতক

যদিও চিত্তঞ্জনের পরিবারের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তাদের।  
চিত্তরঞ্জনের পরিবারের তিন জন সহ মোট ছয় জন জামিনে ছাড়া ছিল। দুজন ছিল জেল হেফাজতে। 

পঞ্চায়েতের মধু পাওয়ার উচ্চাশা আর ক্ষমতার লালসা কতদূর গেলে শুধু পদ পাওয়ার জন্য দলের আরেক কর্মীকে খুন তৃণমূল। তারই সাক্ষী রইল চুঁচুড়া আদালত
 

Tags:

bjp

Mamata Banerjee

Madhyom

tmc

Suvendu Adhikari

Mamata

Dilip Ghosh

Bengal news

Bengali news

sukanta majumder

Nadia

TMC INNER CLASH

Inner Clash

Chinsura

TMC leader Convicted TMC murders TMC

Chuchura

Chuchura Court

Chinsura Court

Dhoniakhali dhonekhali

Dhonekhali Murder

Dhonekhali panchayet samiti

Mrityunjoy Bera

Chittaranjan Santra

murderer convicted

Panchayet Election 2018

Post Election Murder

Chinsurah


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর