Sikkim Flash Floods: ফুঁসছে তিস্তা! হড়পা বানে বিপর্যস্ত সিকিম, ছবির মতো রাজ্য এখন কাদামাটির স্তূপ

মঙ্গলবার রাত থেকে ভারী বর্ষণে বিপর্যস্ত ছিল সিকিম। কিন্তু বুধবার সকাল থেকে অতি ভারী বর্ষণে উত্তর সিকিমে জলের তোড়ে ভেসে গেছে উত্তর সিকিমের চুংথাং এলাকা। ভেঙে গেছে লোনক হ্রদ। বিধ্বংসী হয়ে উঠেছে তিস্তা নদী। যাত্রা পথের ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ভাসিয়ে নিয়ে চলে গেছে। সিকিমের সঙ্গে বিচ্ছিন্ন উত্তরবঙ্গের যোগাযোগ।।

ছবির মতো সুন্দর রাজ্য এক লহমায় ভেসে গেছে হড়পা বানে। চারিদিকে শুধু কাদামাটির স্তূপ।

তিস্তা পাড় ভেঙে গ্রাসে করেছে ১০ নম্বর জাতীয় সড়ক। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। হিমবাহের অতিরিক্ত গলাজল নামছে তিস্তায়। জলস্তর বৃদ্ধি পেয়েছে ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত।

মেঘভাঙা বৃষ্টিতে প্রবল বেগে জল বইছে তিস্তায়।

হড়পা বানে বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত। মেঘভাঙা বৃষ্টিতে জলের চাপে ভেঙে গেছে লোনক হ্রদ। এখনও পর্যন্ত ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ। ভেসে গেছে ৪১টি সেনা ট্রাক।

বহু বাড়িঘর ডুবে রয়েছে জলের তলায়। এলাকায় বন্যার ভয়াবহতা। গাড়ি কাদায় আটকে রয়েছে।

সিকিমে নিখোঁজ ২৩ জওয়ানের খোঁজে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফের চারটি দল। প্রস্তুত রাখা হয়েছে আরও একটি দল। এনডিআরএফের ১টি দল রংপোতে কাজ করছে। তাতে ২০-২৫ জন জওয়ান রয়েছে।

এনডিআরএফের দ্বিতীয় টিম রংপো যাওয়ার চেষ্টা করছে। সড়ক যোগাযোগ না থাকায় লাভা হয়ে যাবে এই টিম।

এনডিআরএফের তৃতীয় দলও সিকিমে উদ্ধারকাজে রয়েছে। চতুর্থ দল গাজলডোবাতে উদ্ধারকাজে নেমেছে।
