img

Follow us on

Tuesday, May 21, 2024

FIFA World Cup 2022: হারের পর ক্ষোভে ফেটে পড়েছে ফ্রান্স, সামলাতে লাঠি-কাঁদানে গ্যাস

অনেক আশার আলো দেখিয়েও শেষ হাসি হাসা হয়নি এম বাপের।

img

ফ্রান্সে বিক্ষোভ

  2022-12-19 19:51:50

মাধ্যম নিউজ ডেস্ক: আর্জেন্টিনার হাতে উঠেছে কাপ (FIFA World Cup 2022)। মেসির জয়ে উত্তেজিত গোটা দেশ। ফ্রান্সের হারে মনও ভেঙেছে অনেক ভক্তের। কিন্তু এই হার মেনে নিতে পারছেন না ফ্রান্সবাসীরা। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ফান্সের জনগণ। বিক্ষোভ সামলাতে লাঠি চালাল পুলিশ। এমনকি কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগও উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। বিশ্বকাপে হার মেনে নিতে না পেরে উত্তপ্ত হয়েছে গোটা দেশ।

 

   

অনেক আশার আলো দেখিয়েও শেষ হাসি হাসা হয়নি এম বাপের (FIFA World Cup 2022)। শেষ বেলায় সোনার কাপ ওঠে ফুটবলের রাজপুত্রের হাতেই। কিন্তু তিরে এসে তরী ডোবা- র যন্ত্রণা মেনে নিতে পারছে না ফ্রান্স। বিক্ষোভ ক্রমশ দাঙ্গার আকার নেয়। আর তাতেই শক্ত হাতে বিক্ষোভ দমনে নামে ফরাসি প্রশাসন।

 

 

রবিবার ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েও জিততে পারেনি ফ্রান্স (FIFA World Cup 2022)। অধরা থেকে গিয়েছে কাপ ছোঁয়ার স্বপ্ন। এই হার যেন মানতেই পারছেন না সমর্থকরা। গতকাল ম্যাচ শেষের পর প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখায় সমর্থকরা। ফুটবল ভক্তদের সামলাতে না পেরেই লাঠি চার্জ করে পুলিশ। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আঁচ।

আরও পড়ুন: ফাইনালে নেমেই বিশ্বরেকর্ড! মেসি ম্যাজিকে গড়ল একাধিক নজির   

গতকাল খেলা শেষে এমবাপেকে সান্ত্বনা দেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। কিন্তু তার পরেই হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। ফাইনাল (FIFA World Cup 2022) ম্যাচ দেখার জন্য ফ্রান্সের কোনও শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতি দেয়নি সরকার। রবিবার ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তরাঁয় জড়ো হয়েছিলেন মানুষ। কিন্তু তাঁরা স্বপ্নভঙ্গের সাক্ষী থেকেছেন। একসঙ্গেই ভেঙেছে স্বপ্ন। আর তারপরেই শুরু হয় বিক্ষোভ। 

এর আগে মরোক্কোর কাছে বেলজিয়াম (FIFA World Cup 2022) হেরে যাওয়ার পরও ব্রাসেলসেও একই পরিস্থিতি হয়। শহরের পথে একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেয় দাঙ্গাকারীরা। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ। সেই সময়ও বেসামাল হয় পরিস্থিতি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Tags:

france

FIFA World Cup 2022

World Cup Final


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর