img

Follow us on

Monday, May 20, 2024

US Visa: এবার মার্কিন ভিসা আবেদন করার ১৪ দিনের মধ্যেই মিলবে ইন্টারভিউয়ের ডাক!

ঘুরতে যাওয়াই হোক, কিংবা চাকরি বা ব্যবসার কাজ, এবার থেকে চটজলদি পেয়ে যাবেন আমেরিকার ভিসা

img

প্রতীকী ছবি

  2023-02-06 16:52:11

মাধ্যম নিউজ ডেস্ক: ঘুরতে যাওয়াই হোক, কিংবা চাকরি বা ব্যবসার কাজে, চটজলদি পেয়ে যাবেন আমেরিকার ভিসা (US Visa)। ভিসা পেতে আর দিনের পর দিন অপেক্ষা করে পড়ে থাকতে হবে না। আবেদনের ১৫ দিনের মধ্যেই যাতে ইন্টারভিউ পর্ব মিটিয়ে ফেলতে পারবেন পর্যটকেরা, ভারতীয়দের জন্য সেই ব্যবস্থাই করল আমেরিকার প্রশাসন।

এবার থেকে ভিসার (US Visa) আবেদন করলে ১৪ দিনের মধ্যেই ডাকবে আমেরিকার দূতাবাস

জানা গেছে, ভিসার (US Visa) জন্য আবেদন করার পর ইন্টারভিউয়ের জন্য অন্ততপক্ষে ৫০০ দিন অপেক্ষা করে থাকতে হয় ভারতীয়দের। বিভিন্ন দূতাবাসের ক্ষেত্রে অপেক্ষার দিন বিভিন্ন হয়। তবে কোনোটাই  ৫০০ দিনের কম নয়। যেমন ধরুন আবেদনের সময় যদি ইন্টারভিউয়ের জন্য কলকাতার আমেরিকান কনস্যুলেটকে কেউ বেছে নেন, তা হলে তাঁর ডাক আসতে গড়ে ৫৮৯ দিন অপেক্ষা করতে হয়। আবার মুম্বইয়ে আমেরিকার দূতাবাস থেকে ইন্টারভিউয়ের জন্য তলব আসে গড়ে ৬৩৮ দিন পর। এটা শুধুমাত্র আমেরিকার জন্যই। অন্যান্য দেশের ক্ষেত্রে সময়সীমা খুবই কম।

কী বলল মার্কিন দূতাবাস

দিল্লিতে আমেরিকার দূতাবাস থেকে সম্প্রতি জানিয়েছে, ভিসা পাওয়ার প্রক্রিয়া নির্ঝঞ্ঝাট করে তুলতে তাদের প্রশাসন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ  করেছে। ভারতীয় পর্যটকদের জন্য ব্যাঙ্ককে অবস্থিত আমেরিকার দূতাবাসের পরিকাঠামো বৃদ্ধিতে নজরও দেওয়া হয়েছে। আমেরিকার এক ভিসা আধিকারিক জানিয়েছেন, ভিসা (US Visa) পাওয়ার লম্বা সময়ে রাশ টানতে বহু কনসুলার অফিসারকে ভারতে পাঠানো হচ্ছে।

 

Do you have upcoming international travel? If so, you may be able to get a visa appointment at the U.S. Embassy or Consulate in your destination. For example, @USEmbassyBKK has opened B1/B2 appointment capacity for Indians who will be in Thailand in the coming months. pic.twitter.com/tjunlBqeYu

— U.S. Embassy India (@USAndIndia) February 3, 2023

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

US Visa


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর