img

Follow us on

Monday, May 20, 2024

Japan: সবই দেশের জন্য! রাজস্ব বাড়াতে যুব সমাজকে মদ্যপানে উৎসাহ জাপান সরকারের

মদ্যপানের অভ্যেস যেতে বসেছে জাপানের তরুণ সমাজের।

img

জাপান

  2022-08-23 08:28:25

মাধ্যম নিউজ ডেস্ক: তলানিতে ঠেকেছে মদ বিক্রি থেকে প্রাপ্ত রাজস্ব। দেশের তরুণদের মদ্যপানে উৎসাহ দিচ্ছে জাপান! ঠিকই শুনছেন। দেশের অর্থনীতির হাল ফেরাতে তরুণদের মদ্যপানে (Alcohol) উৎসাহ দিচ্ছে জাপান (Japan) সরকার। শুধু উৎসাহ দেওয়াই নয়, চালু করা হয়েছে নতুন একটি ক্যাম্পেনও (Campaign)। নাম দেওয়া হয়েছে 'সেক ভিভা'। জাপানের ন্যাশনাল ট্যাক্স এজেন্সি চালু করেছে এই ক্যাম্পেন।

  আরও পড়ুন: তীব্র গরম থেকে পোষ্যকে বাঁচাতে অভিনব পোশাক নিয়ে হাজির জাপানের এক সংস্থা

জাপানে তরুণদের যাতে মদ্যপানের অভ্যাস ফেরে তার জন্য ঠিক কোন পন্থা নেওয়া যেতে পারে, সেই নিয়ে বিভিন্ন মতামত চেয়ে পাঠানো হয়েছে সেখানে। খোলাখুলি জাপানের ট্যাক্স এজেন্সি জানিয়েছে, মদ বিক্রির পরিমাণ একেবারে তলানিতে ঠেকেছে জাপানে। যার জেরে প্রবলভাবে মার খেয়েছে দেশে মদ্যপান থেকে রাজস্ব আদায়ের পরিমাণ। আর তার জেরেই এই প্রক্রিয়া। ২০ থেকে ৩৯ বছর বয়সীরা অংশ নিতে পারবেন ক্যাম্পেনটিতে। পাশাপাশি প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করতে কোনও টাকাও দিতে হবে না বলে জানিয়েছে জাপান সরকার। 

জাপানের এক সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, করোনা অতিমারী আসার জেরে কার্যত পাল্টে গিয়েছে দেশের মানুষের জীবনযাত্রা। দীর্ঘ লকডাউন ও শরীরের খেয়াল রাখতে খাদ্যাভাসে এসেছে বহু বদল। মদ্যপানের অভ্যেস যেতে বসেছে জাপানের তরুণ সমাজের। শরীরের জন্যে তা উপকারী হলেও, কমে গিয়েছে মদ বিক্রি। এতটাই কমে গিয়েছে, যে মার খাচ্ছে গোটা দেশের রাজস্ব আদায়!  

আরও পড়ুন: একা শিনজো নন, আর কোন কোন জননেতা খুন হয়েছেন?

জাপানের ট্যাক্স এজেন্সির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, জাপানে এমনিতেই কমছিল মদ্যপানের পরিমাণ। ১৯৯৫ সালে ১০০ লিটার মদ্যপানের গড় ২০২০ সালে নেমে এসেছিল ৭৫ লিটারে। আপাতত মদ্যপানে উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রতিযোগিতার কয়েকটি পর্ব আয়োজনের কথা জানানো হয়েছে। সেপ্টেম্বরের শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত পর্বের প্রতিযোগিদের নাম।    

যেখানে অন্যান্য দেশের সরকার দেশের তরুণ সমাজকে মদের নেশা থেকে বাঁচাতে বিভিন্ন ক্যাম্পেন চালাচ্ছে, সেখানে সম্পূর্ণ উল্টোপথে হাঁটল সূর্যদয়ের দেশ। এই রকম 'জনবিরোধী' ক্যাম্পেন হয়তো গোটা বিশ্বের ইতিহাসেই বিরল। 

Tags:

Japan

Alcohol

Campaign


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর