img

Follow us on

Sunday, Apr 28, 2024

Goyal on India Economy: '৪৭ এর মধ্যেই ভারত হবে উন্নত দেশ, অর্থনীতির পরিমাণ কত হবে জানেন? 

কেন্দ্র ছোট শিল্প ব্যবসায়ীদেরও উৎসাহ দিচ্ছে...

img

ফাইল ছবি।

  2022-11-19 13:34:49

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের অর্থনীতির (Indian Economy) উন্নতি যে ক্রমেই হচ্ছে, তা ফের একবার মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল (Goyal on India Economy)। শুক্রবার তিনি জানান, ভারত (India) অতি দ্রুত উন্নত দেশের জায়গায় ঠাঁই করে নেবে। ২০৪৭ সালের মধ্যে এ দেশের অর্থনীতির পরিমাণ দাঁড়াবে ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলার।

বেঙ্গালুরু টেক সামিট...

২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। তার পর থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। তার জেরে ভারতের অর্থনৈতিক উন্নতির লেখচিত্র ক্রমেই ঊর্ধমুখী। ২৫তম বেঙ্গালুরু টেক সামিটে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। সেখানেই তিনি বলেন, কেন্দ্র ছোট শিল্প ব্যবসায়ীদেরও উৎসাহ দিচ্ছে। তাদেরও সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেন, বেঙ্গালুরু প্রাচ্যের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে প্রচুর টেকনলজি কোম্পানি রয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট সেন্টার তৈরি হয়েছে। সেন্টার অফ এক্সসেলেন্স রয়েছে। ইনকিউবেটর সেন্টার এবং ভেঞ্চার ক্যাপিট্যাল ফান্ডও রয়েছে। এর পরেই মন্ত্রী বলেন, কর্নাটক এবং বেঙ্গালুরুই আগামী দিনে ভারতের পতাকা-বাহক হয়ে উঠবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ যে ক্রমেই উন্নতির শিখরে পৌঁছচ্ছে এদিন তা আরও একবার মনে করিয়ে দেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী। চলতি বছর জি ২০ সম্মেলন হয়েছে ইন্দোনেশিয়ার বালিতে। আগামী বছর হবে ভারতে। এদিন সে প্রসঙ্গ টেনে পীযূষ গোয়েল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত একটা সুবর্ণ সুযোগ পেয়েছে। এই সুযোগ হল, ভারত তার নিজের ক্ষমতা প্রদর্শন করতে পারছে।

আরও পড়ুন: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হোক ভারত, এবার দাবি ফ্রান্সের

করোনা অতিমারি পরিস্থিতির জেরে ব্যাপক অর্থসঙ্কটে ভুগছে বিশ্বের বিভিন্ন দেশ। ভারতেও হানা দিয়েছিল মারণ ভাইরাস। প্রাণ গিয়েছে বহু মানুষের। সেই পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়িয়েছে ভারত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী (Goyal on India Economy) বলেন, করোনা অতিমারি পরিস্থিতির পরবর্তী কালে বিশ্বের অনেক দেশ মূল্যবৃদ্ধির সমস্যায় জেরবার। টোল খেয়েছে তাদের অর্থনীতি। কিন্তু এরকম এক ভয়ানক সমস্যাও কাটিয়ে উঠেছে ভারত (India)। এ দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি বলেন, আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বেঙ্গালুরু দেশের অর্থনৈতিক রাজধানী হয়ে উঠবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Karnataka

Bengali news

Bengaluru

Piyush goyal

Indian Economy

Goyal on India Economy


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর