img

Follow us on

Sunday, Apr 28, 2024

PM Modi: দ্বারকায় দেশের দীর্ঘতম সুদর্শন সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর, নির্মাণ খরচ কত জানেন?

গুজরাটে দেশের দীর্ঘতম কেবল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী...

img

সুদর্শন সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (সংগৃহীত ছবি)

  2024-02-25 11:44:19

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার গুজরাট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন সকালে তিনি উদ্বোধন করেন ভেট দ্বারকার সুদর্শন সেতুর। প্রসঙ্গত এটিই দেশের দীর্ঘতম কেবল ব্রিজ। গুজরাটের ওখা এবং ভেট দ্বারকাকে সংযুক্ত করেছে এই ব্রিজ।

সেতুর খুঁটিনাটি

অভিনব নকশায় গড়ে তোলা হয়েছে এই সুদর্শন সেতুটি। সেতুর মধ্যে রয়েছে ফুটপাথও। ব্রিজের দু'পাশে দেখা যাবে গীতার স্তোত্র এবং শ্রীকৃষ্ণের ছবি। ২.৩২ কিলোমিটার দীর্ঘ এই সেতু। এমন ধরনের অভিনব সেতু ভারতের আর কোনও প্রান্তে নেই বলে জানা যাচ্ছে। কেবলের মাধ্যমে ঝুলন্ত এই সেতুর ওপরে চার লেনের রাস্তাও তৈরি করা রয়েছে। উপরে রয়েছে সোলার প্যানেল, যেখান থেকে প্রতিদিন ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে বলে জানা গিয়েছে। এই সেতুর নির্মাণের ফলে দ্বারকা ও ভেট দ্বারকার মধ্যে যাতায়াতের সময়ও অনেকটা বাঁচবে বলে মনে করা হচ্ছে। ২০১৭ সালের অক্টোবর মাসে এই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২০২৪ সালে তিনিই সেতুর উদ্বোধন করলেন। সেই সময়ই তিনি বলেছিলেন, এই সেতু পুরনো ও নতুন দ্বারকাকে সংযুক্ত করবে।

সুদর্শন সেতুর নির্মাণ খরচ কত?

জানা গিয়েছে সেতু তৈরি করতে মোট খরচ ৯৮০ কোটি টাকা হয়েছে। জেলা কালেক্টর জি টি পাণ্ড বলেন, ‘‘দ্বারকা শহর থেকে আনুমানিক ৩০ কিলোমিটার দূরে ওখা বন্দরের কাছে অবস্থিত ভেট দ্বারকা। এখানেই রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির। বর্তমানে ভেট দ্বারকার এই মন্দিরে যাতায়াতের জন্য পুণ্যার্থীরা নৌকার ব্যবহার করেন। সেতুর উদ্বোধন হওয়ায় ভক্তদের যাতায়াত আরও সুবিধাজনক হবে।’’

বিশ্বের বৃহত্তম শস্য সঞ্চয় পরিকল্পনার উদ্বোধন মোদির

শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন বিশ্বের বৃহত্তম শস্য সঞ্চয় পরিকল্পনার। ১১ টি রাজ্যের ১১ টি প্রাথমিক কিষাণ ক্রেডিট সোসাইটিতে এই পাইলট প্রজেক্টের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) বলেন, ‘‘আগের সরকার কখনই কৃষি পণ্য সংরক্ষণের দিকে ভাবনা চিন্তা করেনি। আমাদের পরিকল্পনা হল আগামী পাঁচ বছরে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা খরচ করে ৭০০ লক্ষ মেট্রিক টন স্টোরেজ পরিকাঠামো তৈরি করা। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য যেমন সংরক্ষণ করতে পারবেন, তেমনই নিজেদের চাহিদা অনুযায়ী তা সঠিক সময় বিক্রিও করতে পারবেন।’’

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Lord Krishna

Bhagavad Gita

PM Modi Inaugurates 'Sudarshan Setu'

India's Longest Cable-Stayed Bridge

Modi launches ‘world’s largest agri storage plan

Okha gujrat

Dwarka gujrat


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর