img

Follow us on

Monday, May 06, 2024

CUET Score 2022: কুয়েট স্কোরের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু করল দিল্লি বিশ্ববিদ্যালয় 

দেশজুড়ে প্রায় ৬.১৪ লক্ষ পড়ুয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার আবেদন করেছেন। 

img

দিল্লি বিশ্ববিদ্যালয়

  2022-09-13 21:07:55

মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামে কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার (CUET 2022) মাধ্যমে ভর্তির জন্য পোর্টাল (Portal) চালু করেছে। সেই পোর্টালে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা একটি ফর্ম পূরণ করে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং তার অধিনস্থ কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্যে আবেদন করতে পারেন। ফর্মের জন্যে শিক্ষার্থীকে দিতে হবে ২৫০ টাকা। প্রতিটি বিভাগে আবেদন করার জন্যে ১০০ টাকা করে দিতে হবে। দিল্লি বিশ্ববিদ্যালয় এবার সংরক্ষিত উপজাতির পড়ুয়াদের জন্যে ৩০% আসন সংরক্ষিত রেখেছে। শিক্ষক ফোরাম সংরক্ষিত বিভাগের অধীনে ভর্তির বিবরণ চাওয়া এবং সংরক্ষিত বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ করার পরে এই সিদ্ধান্ত নেয় দিল্লি বিশ্ববিদ্যালয়। 

আরও পড়ুন: প্রকাশিত হয়েছে জেইই অ্যাডভান্সডের ফল, জয়জয়কার বাংলার

দেশজুড়ে প্রায় ৬.১৪ লক্ষ পড়ুয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার আবেদন করেছেন। পোর্টালটির নাম দেওয়া হয়েছে CSAS-2022। তিনটি ধাপে পরিচালিত হবে এই পোর্টাল। প্রথম ধাপে, শিক্ষার্থীদের দিল্লি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। দ্বিতীয় ধাপে অগ্রাধিকার পূরণ হবে এবং তৃতীয় ধাপে আসন বরাদ্দ-কাম-ভর্তি।   

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়াদের CSAS-2022 আবেদনপত্রের মাধ্যমেই আবেদন করতে হবে। CSAS-2022-এ আবেদনের ক্ষেত্রে CUET (UG)-2022-এর আবেদন নম্বর বাধ্যতামূলক। CUET (UG)-2022-এর সময় আবেদনকারীর জমা দেওয়া ব্যক্তিগত বিবরণ, ছবি এবং স্বাক্ষর ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে CSAS-2022-এর আবেদনপত্রে চলে আসবে। 

আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন

ইসিএ এবং স্পোর্টস কোটার শিক্ষার্থীদের ট্রায়াল ১০ অক্টোবরের পরে অনুষ্ঠিত হতে পারে এবং সম্ভবত ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক যোগেশ সিং, CSAS-2022 পোর্টাল চালু করার সময় জানিয়েছিলেন, যে এই বছর ৬৭টি কলেজ/বিভাগ/কেন্দ্র জুড়ে ৭৯টি ইউজি প্রোগ্রামে ভর্তি করা হবে, যার মধ্যে ২০৬টি কম্বিনেশন রয়েছে। পাশাপাশি রয়েছে বিএ প্রোগ্রাম। এই প্রথম কুয়েট স্কোরের মাধ্যমে ভর্তি নিচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলি।

ভিসি যোগেশ সিং বলেন, "আমরা এমনভাবে নীতিমালা তৈরি করেছি যাতে জটিলতা কমানো যায়, তবুও আমরা মিড-এন্ট্রির ব্যবস্থাও করেছি যাতে কোনও কারণে বাদ পড়া আবেদনকারীরাও সুযোগ পেতে পারে।" 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

CUET 2022

Portal

Delhi University


আরও খবর


খবরের মুভি