img

Follow us on

Monday, May 06, 2024

CUET UG Answer Key: কুয়েট ইউজি ২০২২- এর আন্সার কি প্রকাশ করেছে এনটিএ, কীভাবে অভিযোগ জানাবেন? 

প্রার্থীরা নিজেরাই পরীক্ষায় নিজেদের নম্বর গণনা করতে পারবেন।   

img

কুয়েট ইউজি ২০২২

  2022-09-09 16:56:50

মাধ্যম নিউজ ডেস্ক: কমন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট-আন্ডারগ্রাজুয়েট (CUET UG 2022)- এর আন্সার কি (Answer Key) প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)৷ পরীক্ষার্থীরা cuet.samarth.ac.in- এই ওয়েবসাইটে গিয়ে আন্সার কি ডাউনলোড করতে পারবেন৷ আন্সার কি- এর পাশাপাশি এনটিএ-র তরফে প্রার্থীদের উত্তরপত্রও প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা নিজেরাই পরীক্ষায় নিজেদের নম্বর গণনা করতে পারবেন।

আরও পড়ুন: দেবীকা বালচন্দানি অগিলভির নতুন প্রধান, আরও এক ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক সংস্থার শীর্ষে   

কীভাবে ডাউনলোড করবেন ‘অ্যানসার কি’?

  • প্রথমে cuet.samarth.ac.in- এই ওয়েবসাইটটিতে যান। 
  • আন্সার কি লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ দিন। 
  • কোনও অভিযোগ থাকলে সেখানে গিয়ে টাকা দিন। 
  • তারপর ক্লিক করে জমা দিন।   

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষাটি জুলাই-অগাস্টে একাধিক ধাপে অনুষ্ঠিত হয়। কেউ যদি আন্সার কি- তে সন্তুষ্ট না হন, তাহলে সে রিভিউ করতে পারবেন। ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে রিভিউ- এর আবেদন। প্রতি প্রশ্নের জবাবের রিভিউয়ের জন্য দিতে হবে ২০০ টাকা।

আরও পড়ুন: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার 

ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, এনটিএ ১১ সেপ্টেম্বর সারা দেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কুয়েট ইউজি ২০২২- এর রিটেস্ট নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে, ছাত্রদের অভিযোগের ভিত্তিতে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

প্রসঙ্গত, এই বছর ১৫ জুলাই থেকে সারাদেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কুয়েট ইউজি ২০২২- এর পরীক্ষা অনুষ্ঠিত হয় ৬টি ধাপে। প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে কিছু পরীক্ষার্থী প্রযুক্তিগত ত্রুটির কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এজেন্সি পরে তাদের পরবর্তী পর্বে আবার পরীক্ষায় বসার সুযোগ দেয়। এনটিএ- এর তরফে জানানো হয়েছে, যে প্রার্থীরা সাহায্য পেতে চান তারা ০১১- ৪০৭৫৯০০০ নম্বরে যোগাযোগ করতে পারেন বা cuet-ug@nta.ac.in- এ ইমেল করতে পারেন।     

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

CUET UG 2022

NTA 

Answer Key


আরও খবর


খবরের মুভি