img

Follow us on

Monday, May 20, 2024

CM VC NABANNA CABINET: রাজ্যপাল নন, এবার মুখ্যমন্ত্রীই "আচার্য", আসছে আইন

mamata_bratya_VC

  2022-05-27 12:18:11

রাজ্যপাল নন, এবার থেকে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হবেন মুখ্যমন্ত্রী। নবান্নে ক্যাবিনেট বৈঠকে আজ এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। খুব শিগগিরি মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে বিল আনা হবে রাজ্য বিধানসভায়।

বৃহস্পতিবার, নবান্নে ক্যাবিনেটের সিদ্ধান্ত জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘রাজ্য মন্ত্রিসভায় একটি সর্বসম্মত  সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনবে সরকার।’'

নজির বিহীন এমন সিদ্ধান্তের পিছনে সরকার রাজ্যপাল সংঘাতকেই বড় করে দেখা হচ্ছে। অতীতে সরকারের চাপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রাজ্যপালের ডাকা বৈঠকে আসতে অস্বীকার করেন। সেই সময়েই ব্রাত্য বসু ইঙ্গিত দিয়েছিলেন, রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকেই বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে আনা যায় কিনা সেই বিষয়ে ভাবনা চিন্তা করছে সরকার। শিক্ষাদপ্তরের ভাবনায় এবার শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা।

 

Tags:

Bratya Basu

West Bengal

Mamata Banarjee

Education Dept

Cabinet Meeting

Govt University

Vice Chancellar

Assmbly Bill

govornor state govt contradictions


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর