img

Follow us on

Thursday, May 16, 2024

Recruitment Scam: চাকরি বেচেই ২০ কোটি অভিষেক অনুগামী কুন্তলের!

WhatsApp_Image_2023-01-12_at_2204.39

  2023-01-13 01:11:06

মিনিমাম রেট ৩ লাখ থেকে ৬ লাখ। ওপরে যত বেশি। মানে যতটা নিংড়ে নেওয়া যায় আর কি! 
টার্গেট গ্রামীণ এলাকার চাকরি প্রার্থী বেকার যুবক যুবতীরা। শুধুমাত্র হুগলি থেকেই এমন ৩২৫ জন চাকরি প্রার্থীর কাছ থেকে তোলা হয়েছিল ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা। 
প্রাথমিক মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকের চাকরি করে দেওয়ার নাম করেই তোলা হয়েছিল টাকা। তুলেছিলেন, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। জানিয়েছেন, মানিক ঘনিষ্ঠ শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল। 

কে এই কুন্তল ঘোষ? 
কুন্তলের বাবা ছিলেন সারের ডিলার। কমবয়স থেকেই কুন্তল প্রোমোটারী ব্যবসায় হাত পাকান। ২০১৪-১৫ থেকে জড়িয়ে যান শিক্ষা ব্যবসায়। তৃণমূলের ঘনিষ্ঠতার কারণে খুব সহজেই কুন্তল তার জাল বিছাতে শুরু করে। মানিক ভট্টাচার্যের সঙ্গে
ঘনিষ্ঠতার কারণে চাকরি দেওয়ার নাম করে যথেচ্ছ টাকা কামিয়েছেন। শুধু হুগলিতে নয় শিক্ষকতার চাকরি বিক্রির কুন্তলের জাল ছড়ানো ছিল পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদে একাধিক ডিএলএড ফার্মাসিউটিক্যাল। কুন্তল ঘোষ বনে গেছেন আরেক শিক্ষা ব্যবসায়ী। হুগলীর বলাগরের শ্রীপুরের বাসিন্দা এই কুন্তলকেই, যুব তৃণমুলের অন্যতম সাধারণ সম্পাদক পদে রিক্রুট করেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক। যুব তৃণমুলের সভাপতি অভিনেত্রী সায়নী ঘোষের ঘনিষ্ঠ। হুগলী জেলার তৃণমূল যুব সাংগঠনিক সভাপতির রুণা খাতুনের কাছের লোক এই কুন্তল ঘোষ।

সিবিআই চার্জশিটে নাম থাকা আরেক শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল সম্প্রতি সিবিআইকে জানিয়েছেন এই কুন্তলের নাম। 
 
বলাগড়ের সাধারণ মানুষের অভিযোগ, গত ৫/৬ বছরে প্রাথমিক উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে বিপুল টাকা তুলেছিলেন এই তৃণমূল নেতা। তৃণমূলের শীর্ষনেতারাও এই অভিযোগ পেয়েছেন। কিন্তু তারপরেও কোন অজ্ঞাত কারণে গত নভেম্বরেই হয় তার প্রমোশন। হন যুব তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক। দেওয়া হয় সরকারি দেহরক্ষীও। যারা কুন্তলকে আর তার বাড়ি পাহারা দিতেন সর্বক্ষণ ।

নিউটাউনে রয়েছে কুন্তলের প্রাসাদপম বাড়ি আপাতত সেখানেই থাকেন তিনি। বুধবারই সিবিয়াই ডেকে পাঠিয়েছিল তাকে।



Tags:

SSC recruitment scam

Madhyom

bangla news

Bengali news

Abhishek Banerjee

Recruitment

SSC Recruitment

Teacher Recruitment scam

Abhishek

Recruitment scam

bengal teacher recruitment scam

teacher recruitment scam in west bengal

Bengal Recruitment scam

recruitment scam in west bengal

school recruitment scam

ssc teacher recruitment scam

TMC Abhishek Banerjee

abhishek banerjee tmc leader

abhishek aides kuntal

mp abhishek banerjee

abhishek banerjee tmc mp

abhishek banerjee aides kuntal ghosh

selling recruitment

selling jobs

selling


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর