img

Follow us on

Thursday, May 16, 2024

Pradhan Mantri Awas Yojana: বীরভূমে পঞ্চায়েত সদস্যার পরিবারে হাফ ডজন PMAY ঘর

বীরভূমে পঞ্চায়েত সদস্যার পরিবারে হাফ ডজন PMAY ঘর

  2023-01-07 20:26:22

তৃণমূলের পঞ্চায়েত সদস্যা হবেন। আর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে না এমন হয় নাকি? হয়ওনি।
(ভিজ)
একজন-দুজন নয়। পঞ্চায়েত সদস্যার পরিবারের হাফ ডজন লোক পেয়েছেন আবাস যোজনার ঘর। তাঁরা কারা? কতটা ঘনিষ্ঠ সেই আত্মীয়তা? সম্পর্ক গুলো শুনলেই বুঝতে পারবেন। পঞ্চায়েত সদস্যা বিউটি কাহারের
শাশুড়ি মঞ্জু কাহার, তাঁর স্বামী কৃষ্ণ কাহার, ননদ ছবি কাহার, তাঁর জা তনুশ্রী কাহার এবং বিউটি কাহারের ভাই আর বোন।

পরিবারের মাত্র ছ'জন পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। নাহ অস্বীকার করেননি বিউটি কাহারের স্বামী। এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত কৃষ্ণ কাহার। তাঁর দাবি সবাই আলাদা আলাদা থাকেন। আলাদা আলাদা ঘর পাবেন না? পঞ্চায়েত সদস্যার আত্মীয় বলে ঘরে লাগে না?এটাই তো স্বাভাবিক। অথচ তাঁর নিজের পাকা বাড়ি।
 
কৃষ্ণের আরও দাবি, তিনি নাকি কিছুই করেননি। না করেছেন তাঁর পঞ্চায়েত সদস্য বৌ বিউটি। যা করেছেন সবই আশা আর অঙ্গনওয়ারি কর্মীরা। তারাই সার্ভে করেছেন। রিপোর্ট বানিয়েছেন। তারাই জমা দিয়েছেন বিডিও অফিসে। কৃষ্ণ নাকি কিছুই জানেন না।

এদিকে তাঁর বাড়ি থেকে দেড়শ' মিটার দূরে আরেকটি বাড়ি ধ্বসে পড়ার আগের অবস্থায় এখনও কোন অলৌকিক কারণে দাঁড়িয়ে আছে। এককোণে উনুনে আগুন জ্বলে। খড়ের। বাড়িটার মতই হতশ্রী দশা বাড়ির মালিকের। না তিনি ঘর পাননি। এরা ঘর পান না। কারণ এঁদের পরিবারের কেউ শাসক দলের সঙ্গে নেই। তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তাঁর নামও নেই।
 
বীররভূমের মুয়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা দেখছিলেন আপনারা। এমন অসংখ্য গ্রাম আছে বীরভূমে। হত দরিদ্র গরীব। এই গরীব মানুষেরা ঘর পান না। কেন্দ্রীয় অর্থ সাহায্যের ঘর হাতিয়ে নেন, শাসক দলের মাতব্বরেরা।
 
যদিও পঞ্চায়েত দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, পাশে বীরভুম জেলার সহ সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখে, দাবি করেছেন, অনৈতিক ভাবে ঘর যারা পেয়েছেন তা বাতিল হয়েছে।
 
প্রদীপ বাবু তো বাতিল হয়েছে বলেই খালাস। মাধ্যম দেখিয়ে দিল কিভাবে বাতিল হয়েছে আসল উপভোক্তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে।

Tags:

Birbhum

Madhyom

tmc

bangla news

Bengali news

Birbhum News

birbhum tmc news

Pradhan Mantri Awas Yojana

birbhum tmc

PMAY

PM Awas Yojana

pradhanmantri aawas yojana

Bangla Awas Yojana

pm awaas yojana gramin

PMAY house

pradhan mantri awas yojana update

pradhan mantri awas yojana

pradhan mantri awas yojana new

pradhan mantri awas yojana scheme

pradhan mantri awas plus yojana

tmc panchayat member

panchayat member from birbhum

family member of tmc

tmc panchayat member's family got house

birbhum latest

birbhum tmc panchayat

tmc panchayat member birbhum

birbhum panchayat member

tmc birbhum


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর