img

Follow us on

Thursday, May 16, 2024

Pradhan Mantri Awas Yojana: দুর্নীতি অনুসন্ধানে ২ জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল  

দুর্নীতি অনুসন্ধানে ২ জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল  

  2023-01-08 18:35:20

আবাস যোজনা দুর্নীতি (pm awas yojana scam) নিয়ে সরগরম রাজ্য (west bengal)। পরিদর্শনে (visit) এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা (central team)। কোথাও প্রতিনিধি দলের গাড়ি ঘিরে বিক্ষোভ। কোথাও বৈঠক উপভোক্তাদের সঙ্গে।পরিদর্শনের প্রথমদিনই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে মহিলাদের বিক্ষোভের মুখোমুখি হন কেন্দ্রীয়  প্রতিনিধিদল। বিক্ষোভের বিষয় ১০০দিনের কাজের টাকা দেয়নি দিল্লি। বোঝাই যাচ্ছিল এই বিক্ষোভ সংগঠিত। পিছনে রয়েছে স্থানীয় শাসক দলের নেতারা। সেই কারণে আবাস যোজনার তদন্তে আসা দিল্লির অফিসারদের প্রথমদিনেই রুখে দেওয়ার চেষ্টা। 

বৃহস্পতিবারের এই বিক্ষোভের আগে তিন সদস্যের প্রতিনিধি দল যান জেলাশাসকের সঙ্গে বৈঠকে। এরপরই ভগবানপুরে গেলে বিক্ষোভের মুখোমুখি হয় কেন্দ্রীয় প্রতিনধি দল।             চণ্ডীপুর পরিদর্শনে অবশ্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুক্রবার সকালে রামনগর,কাঁথি,নন্দকুমার হয়ে তমলুক ব্লকে আসেন। সেখানে উত্তর সোনামুই অঞ্চলে তমলুক ব্লকের বিডিওকে উপভোক্তাদেরকে কাগজপত্র না দেওয়ার জন্য ভৎসনাও করেন। পরামর্শ দিলেন উপভোক্তাদের। তাঁদের সঙ্গে কথাও বলেন প্রতিনিধিদলের সদস্যরা। প্রকাশ্যেই BDOকে জানিয়ে দিলেন, বাথরুম পয়ঃপ্রণালী ছাড়া কোন ঘর যেন সম্পূর্ণ না হয়।

কোথাও বড় বাড়ির মালিকের নাম বাতিল, কোথাও যথার্থ গরীবের জন্য ঘর বরাদ্দ করতে প্রয়োজনীয় নির্দেশও দেন কেন্দ্রীয় প্রতিনিধিদল। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন যায়গা ঘুরে দেখেন কেন্দ্রীয় দল। এরপর  নন্দীগ্রামের এক সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, শুধু এই দুই জেলায় নয়, আগামী সপ্তাহেই, আরও ১৫টি জেলায়, আবাস যোজনার দুর্নীতি সরেজমিনে দেখতে, রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। বিরোধীদের অভিযোগ, আবাস যোজনার কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠ করতে গিয়ে, প্রতিদিন নতুন নতুন কৌশল আবিস্কার করছে শাসক দল। যার ফলে আসল দরিদ্র গৃহহীন,মানুষ সরকারের এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। রাজনৈতিক মহলের  ধারণা, সে কারণেই, দফায় দফায় আসতে হচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। 

 

Tags:

Suvendu Adhikari

Pradhan Mantri Awas Yojana

PM Awas Yojana

pradhanmantri aawas yojana

pradhanmantri awas yojana

Bangla Awas Yojana

pradhanmantri awas yojana gramin

central team in east midnapur

pm awas yojana central team

awas yojan wb central team

awas yojana scam in bengal

bhagabanpur

tamluk


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর