img

Follow us on

Monday, May 20, 2024

KAZI NAJRUL UNIVERSITY STUDENT AGIT: ক্যাম্পাসে আলো নিভিয়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ

Kazi_Najrul_university

  2022-05-23 08:30:35

পুলিশ তাড়া করছে ধর ধর আওয়াজ, মেয়েদের কান্না, মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছে) অভিযোগ ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলন তুলতে ক্যাম্পাসের আলো নিভিয়ে লাঠিচার্জ করেছে পুলিশ। তবুও কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের আন্দোলন অব্যাহত। বাইটঃ পড়ুয়া শুক্রবার থেকে অনলাইন পরীক্ষার দাবিতে আন্দোলন, ছাত্রদের দাবি, উপাচার্য নিজে জানিয়েছিলেন অফলাইন নয়, অনলাইনেই হবে পরীক্ষা। একদিনের নোটিশে বদলে যায় সব কিছু। তারপরেই আন্দোলনে পরীক্ষার্থীরা। সারাদিন কিছু না হলেও রাতে অতি সক্রিয় হয়ে ওঠে পুলিশ। বাইটঃ পড়ুয়া মহিলা পুলিশ ছিল না। আলো নিভিয়ে লাঠিচার্জ শুধু নয়, ছাত্রীদের হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। যদিও উপাচার্য সাধন চক্রবর্তী বলেন, উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। বৈঠক হয়নি। ৩০মে'র পরীক্ষা হবে অফলাইনেই। যদিও ছাত্র-ছাত্রীরা তাঁদের দাবিতে অনড়। বাইটঃ এখন রাজ্যপালের হস্তক্ষেপ চাইছেন পড়ুয়ারা।

Tags:

KAZI NAJRUL UNIVERSITY

STUDENT AGIT

police lathi charge

black out

university

student hunger strike

Police Atrocity


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর