img

Follow us on

Thursday, May 16, 2024

PM Awas Yojana: রাজ্যে কেন্দ্রীয় দল, আবাস যোজনায় দুর্নীতির হদিশ?

রাজ্যে কেন্দ্রীয় দল, আবাস যোজনায় দুর্নীতির হদিশ?

  2023-01-05 21:09:04

রাজ্যে আবার কেন্দ্রীয় দল। ১০০ দিনের কাজের দুর্নীতির পর এবার আতস কাঁচের নীচে পশ্চিমবঙ্গের আবাস যোজনা প্রকল্প। প্রতিদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া নিয়ে বিক্ষোভ হচ্ছে রাজ্যে অধিকাংশ ব্লকে। অভিযোগ শাসক দলের নেতারা গোয়াল, মাটির দেওয়াল দেখিয়ে নিজেদের নামে করিয়ে নিচ্ছে আবাস যোজনা ঘর। আর এই কাজে তাঁদের সাহায্য করছে স্থানীয় বিডিও। রাজ্যের কোথাও মানা হচ্ছে না কেন্দ্রীয় সরকারের ১৭দফা নির্দেশিকা। 
অভিযোগ ক্ষমতার ধমকে আশা আর অঙ্গনওয়ারি কর্মীদের দিয়ে নাম কা ওয়াস্তে সমীক্ষা করিয়ে জমা নেওয়া হচ্ছে বিডিও অফিসে। সেখান থেকেই তৃণমূল নেতাদের নির্দেশ মেনেই প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর বন্টন করা হচ্ছে। ফলে বিপাকে পড়ছেন এলাকায় এলাকায় কাজ করা আশা ও অঙ্গনওয়ারি কর্মীরা। ইতিমধ্যেই রাজ্য জুড়ে সার্ভে ছাড়তে ব্লকে ব্লকে চিঠি দিয়েছেন অঙ্গনওয়ারি আশা কর্মীরা।    

প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্প সরেজমিনে খতিয়ে দেখতে এবার রাজ্যে দুটি কেন্দ্রীয় দল। এক নির্দেশিকায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন সচিব। দুটি দলের একটি যাবে পূর্ব মেদিনীপুর অন্যটি যাবে মালদা। 

জানুয়ারির প্রথম সপ্তাহেই আসবে এই দুই কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে একটি চিঠি এসে পৌঁছেছে রাজ্যে। যাতে বলা হয়েছে, কেন্দ্রীয় সমীক্ষা দলকে প্রয়োজনীয় তথ্য সহ সব রকম সাহায্য করতে হবে রাজ্যকে।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অনিলকুমার সিংহর পাঠানো ওই  চিঠিতে বলা হয়েছে, দু’টি দলেই তিন জন করে সদস্য থাকবেন। পূর্ব মেদিনীপুরের জন্য তৈরি দলের নেতৃত্বে থাকবেন, 
শৈলেশ কুমার, গ্রামোন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর  
সুভাষ দ্বিবেদী, সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার   
অনিল কুমার সিং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আন্ডার সেক্রেটারি 

আর মালদহ জেলার জন্য তৈরি দলের নেতৃত্বে থাকবেন  
শক্তিকান্ত সিংহ, গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি  
চাহাত সিংহ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার  
গৌরব আহুজা, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার 

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিয়ে একরাশ অভিযোগ সামনে এসেছে কেন্দ্রীয় সরকারের। এবার সেই আবাস যোজনা ওপর নজরদারি করতে রাজ্যে উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল। যারা খতিয়ে দেখবেন আবাস যোজনার অসঙ্গতি। ফলে আরও এক বড় দুর্নীতির সদর দরজা শুধু খোলার অপেক্ষা।
গতকাল ৪ঠা জানুয়ারি রাজ্যের বিরোধী দলনেতা হুগলিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ১০ই জানুয়ারির পর প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে নিয়ে আদালতে যাবে রাজ্য বিজেপি।
বাইটঃ শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা 
বিজেপির একাংশের দাবি, এই দুই জেলা ছাড়াও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, হুগলি সহ আরও বেশ কিছু জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো উচিৎ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Corruption

Bengal corruption

PMAY

PM Awas Yojana

pradhanmantri aawas yojana

pm awas yojana gramin

awas yojana

Bangla Awas Yojana

central scheme corruption

pmay scheme corrution

awas yojna house

awas yojona survey

pradhanmantri awas yojana gramin

pm awas yojana eligibility

pm awas yojana scheme corruption

central team in wb

central government team in west bengal

central team in east midnapur

central team in east maldah

central team in state

central team to investigate

central team in state for pmay

central team in state to investigate pmay scheme

central govt in bengal

corruption in bengal

pmay scheme explanation


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর