img

Follow us on

Friday, May 17, 2024

PM Awas Yojana: দুয়ারে Coal! দুবরাজপুর পোস্টারে ফাঁস তৃণমূল ব্লক সভাপতির কীর্তি

দুয়ারে Coal! দুবরাজপুর পোস্টারে ফাঁস তৃণমূল ব্লক সভাপতির কীর্তি

  2022-12-16 23:13:30

দুবরাজপুরের যশপুর পোস্টারে ছয়লাপ। শিরোনাম "দুয়ারে কোল" অর্থাৎ "দুয়ারে কয়লা"।

কি ব্যাপার। কৌতূহলে চোখ রাখতেই ঝুলি থেকে লাফিয়ে নামল বিড়াল। 

তৃণমূলের ব্লক সভাপতির আশীর্বাদে নাকি তাঁর শ্যালক আর শ্বশুরের দুয়ারে নাকি টন টন কয়লা। বেআইনি কালো কয়লা্র কারবারে লাল হয়ে গেছে পরিবার! ব্লক সভাপতির শ্যালক শেখ নূর মহম্মদ ও শ্বশুর মোরসেলিম মোল্লা। সবাই বলছে জানাচ্ছে যশপুরের জামাই হো তো আইস্যা! এক্কেবারে মুন্সি মোজাম্মেল হকের মত!

পোস্টারই জানাচ্ছে, গত কয়েক বছর বেআইনি কয়লা পাচার করতেন তৃণমূল দুবরাজপুরের ব্লক সভাপতির শ্যালক ও শ্বশুর। নম্বরও দেওয়া হয়েছে লরির (WB53C 0296) যাতে পাচার হত বেআইনি কয়লা। সেই কাজ করেই প্রচুর সম্পত্তির মালিক তৃণমূলের যশপুর ব্লক সভাপতির শ্বশুর বাড়ি! নেতার পরিবার তাই,গায়ে হাত দেয়নি স্থানীয় থানাও। 

কিন্তু হঠাত পোস্টার নিয়ে এত হৈচৈ কেন? সেখানেও পিএম আবাস যোজনার সার্ভে। সমীক্ষাকারীরা ঐ বাড়িতে গিয়ে দেখেন এত সম্পত্তির মালিক হয়েও প্রধানমন্ত্রী আবাস যোজনায় যশপুরের ব্লক সভাপতির শ্যালক শ্বশুর দুজনেরই নাম আছে। খোঁজ করতে গিয়ে নজরে আসে, এই বিশাল বাড়ি। গুদামে মজুত কয়লা। বাড়ির লোকের দাবি, ব্লক সভাপতির আত্মীয়ের বাড়িতে আবাস যোজনার ঘর দিতেই হবে। আর তারপরেই যশপুর ছেয়ে গেছে এই পোস্টারে।

মলয়বাবু এখন ঘটনা ধামাচাপা দিতে ব্যস্ত। পুরো বিষয়টাকে পাড়াগত ঝগড়া, বা গ্রাম্য বিবাদের রূপ দিয়ে লঘু করতে চাইছেন। আর তৃণমূলের ব্লক সভাপতির দাবি, তিনি নেতা বলে কি তাঁর আত্মীয়রা গরীব হতে পারেন না?

মুন্সি মোজ্জামেল বুঝতে পারছেন বিপাকে পড়েছেন, তাই সমস্ত বিষয়টাকে বিরোধীদের চক্রান্ত বলে উড়িয়ে দিতে ব্যস্ত। কিন্তু তিনি জানেন না, এই বিরোধীরা আসলে তাঁর ঘরের লোকই। তারাই জানাচ্ছেন, অবশ্যই পোস্টারে।
---মোজাম্মেল হকের সম্পত্তি
দুবরাজপুরে জমি জায়গা কেনা, 
সেনকো গোল্ড বিপনন কেন্দ্রের ফ্র্যাঞ্চাইজি 
শপিং মল ও ম্যারেজ হল কেনার জন্য ২৫ কোটি টাকার বিনিয়োগ  

পোস্টার বিতর্কে বিরোধীরাও ছেড়ে দিচ্ছে না তৃণমূলকে। বিজেপির দাবি, পোস্টারই জানিয়ে দিচ্ছে মুন্সি মোজ্জামেলের বিষয় সম্পত্তি। কিভাবে পুলিশের নাকের ডগায়, বেআইনি কয়লা পাচার, বালি পাচার, জমি কেনাবেচাতে যুক্ত এঁরা।

পোস্টারের শোরগোলে আজই স্থানীয় থানার পুলিশ হানা দেয়, মুন্সি মোজ্জামেলের শ্বশুরবাড়িতে। বাজেয়াপ্ত করে ৫টনের বেশি কয়লা। যদিও যশপুরের বাসিন্দাদের দাবি, কয়লার পরিমাণ আরও বেশি। বাজেয়াপ্ত দেখানো হয়েছে মাত্র ৫ টন

Tags:

bjp

Birbhum

Madhyom

tmc

bangla news

Bengali news

Coal Smuggling

Duare Sarkar

Dubrajpur

tmc coal scam

Pradhan Mantri Awas Yojana

PM Awas Yojana

Awas Plus Yojana

pradhanmantri aawas yojana

awas yojana

Bangla Awas Yojana

pm awas yojna

awas yojana news

pradhan mantri awas yojana new list

awas yojana new update

pradan mantri awas yojana

pm awas yojana

duare coal

coal at the door

coal scam tmc

tmc link coal smuggling

dubrajpur poster

birbhum dubrajpur

dubrajpur birbhum

poster

poster against tmc block president

block president poster

tmc block president's feat

feat

tmc poster

poster feat

bjp mla dubrajpur


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর